Maithon-Travel: মাইথনে গড়ে উঠছে নতুন টুরিস্ট ডেস্টিনেশন! কীভাবে যাবেন, কোথায় থাকবেন? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Maithon-Travel : মাইথনকে ভ্রমণ পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হয়েছে নতুন টুরিস্ট ডেস্টিনেশন তৈরির পরিকল্পনা। জানুন
পশ্চিম বর্ধমান : জেলা সব থেকে বড় পর্যটন ক্ষেত্র মাইথন। পিকনিকের মরশুম ছাড়াও এখন সারা বছরে এখানে আনাগোনা রয়েছে পর্যটকদের। এই জায়গার শান্ত নিরিবিলি পরিবেশ, পাহাড়ের কোলে সূর্যাস্ত বা সূর্যোদয় দেখতে পর্যটকদের ভিড় বাড়ছে। আর তাই মাইথনকে আরও আকর্ষণীয় গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা প্রশাসনের। রয়েছে এলাকাটিকে সাজিয়ে তোলার ভাবনা।
প্রসঙ্গত, মাইথনে রাত্রিবাসের জন্য একাধিক ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে পর্যটন দফতরের আবাস, রয়েছে যুব আবাস। এছাড়াও স্থানীয় সালানপুর পঞ্চায়েত সমিতির গেস্ট হাউস রয়েছে। এখানে মাইথনের অদূরে আসানসোল পুরসভার গেস্ট হাউসটিও সাজিয়ে তোলা হয়েছে। তবে মাইথন ভ্রমণ পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হয়েছে নতুন টুরিস্ট ডেস্টিনেশন তৈরির পরিকল্পনা। সালানপুর ব্লক প্রশাসনের উদ্যোগে হদলা এলাকায় কটেজ সহ নতুন টুরিস্ট ডেস্টিনেশন তৈরির পরিকল্পনা রয়েছে বলে খবর।
advertisement
advertisement
অন্যদিকে মাইথনকে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজম তৈরির পরিকল্পনাও রয়েছে বলে সূত্রের খবর। মূলত মাইথনে ঘুরতে এসে পর্যটকদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই নতুন পরিকল্পনা সার্কিট ট্যুরিজম তৈরি হলে এখানে পর্যটকরা আরও বেশি সময় কাটাতে পারবেন। উল্লেখ্য, সালানপুর ব্লক প্রশাসনের প্রসিদ্ধ মুক্তাই চন্ডী মন্দিরের উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, টিলার উপরে অবস্থিত এই মন্দিরটি বেশ প্রসিদ্ধ। বহু মানুষের আনাগোনা রয়েছে এখানে বছরের একটি সময় মেলাও হয়। এই জায়গাটিকে সাজিয়ে সার্কিট ট্যুরিজম তৈরির ভাবনা রয়েছে।
advertisement
প্রশাসনের মাইথনকে কেন্দ্র করে যে পরিকল্পনা রয়েছে, তার বাস্তবায়ন হলে গোটা এলাকার ছবিটাই বদলে যাবে বলে মনে করা হচ্ছে। যার ফলে উপকৃত হবেন এলাকার সমস্ত ব্যবসায়ীরা। উপকৃত হবেন হোটেল মালিকরা, উপকৃত হবেন নৌকা চালকরা। সব মিলিয়ে এই জায়গাটি পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয় হয়ে উঠবে, তেমনভাবেই লাভবান হবেন এলাকার স্থানীয় ব্যবসায়ীরা। তাই সার্বিকভাবে মাইথন এলাকার উন্নতির পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2024 6:11 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Maithon-Travel: মাইথনে গড়ে উঠছে নতুন টুরিস্ট ডেস্টিনেশন! কীভাবে যাবেন, কোথায় থাকবেন? জানুন