Love: মনের মতো রুম-একদম সস্তা, প্রেমিকাকে নিয়ে একেবারে নিরাপদে সময় কাটান! জায়গাটি কোথায় জানেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Love: প্রেমিকাকে নিয়ে একটু আলাদা সময় কাটাতে চান । তবে অনেক সময় প্রেমিকাকে নিয়ে বাইরে বেরোলে বিভিন্ন জনের কটূক্তির সম্মুখীন হতে হয়।
বর্ধমান: চলছে প্রেমের মাস। আর এই প্রেমের মাসে অনেকেই তাদের প্রেমিকাকে নিয়ে একটু আলাদা সময় কাটাতে চান। তবে অনেক সময় প্রেমিকাকে নিয়ে বাইরে বেরোলে বিভিন্ন জনের কটূক্তির সম্মুখীন হতে হয়। তবে অনেকেই রয়েছেন, যারা সাধারণের বিরক্তির বাইরে নির্জন, শান্ত পরিবেশে সময় কাটাতে চান। কিন্তু অনেকে ভাবছেন এমন জায়গা কোথায় আছে? এ রকমই একটা জায়গার সন্ধান দেওয়ার জন্যই আজকের এই প্রতিবেদন।
রিসর্টের সুন্দর মনোরম পরিবেশ মুগ্ধ করবে আপনাকে। সুন্দর করে সাজানো-গোছানো রিসর্টটি। রিসর্টের মধ্যে রয়েছে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা। এ ছাড়াও রিসর্টের মধ্যে রয়েছে বসে গল্প করার জন্য দারুন একটা পরিবেশ। শহরের কোলাহলের বাইরে যানজট মুক্ত যেন এক নিস্তব্ধ পরিবেশ। আগামী ভ্যালেন্টাইন্স ডে সামনে রেখে বিশেষ ভাবে সাজিয়ে তোলা হবে রিসর্টটি। জায়গাটি প্রেমিক-প্রেমিকাদের জন্য একদম নিরাপদ।
advertisement
আরও পড়ুনঃ আজ থেকে দিঘা ঘুরতে গেলে সাবধান…! বদলে গেল সব নিয়ম! বিরাট ফাঁসবেন না জানলে
এ প্রসঙ্গে রিসর্টের ম্যানেজার সুজিত হাজরা বলেন, “নিশ্চিন্তে বসে এই জায়গায় কাপলরা সময় কাটাতে পারবেন। বিরক্ত করার বা ভয় দেখানোর কেউ থাকবে না। এখানে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। আগে থেকে জানানো হলে নির্দেশ অনুযায়ী কাপেলদের জন্য বিশেষ ব্যবস্থা করে দেওয়া হবে।”
advertisement
advertisement
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই ভ্যালেন্টাইন্স ডে। আর এই ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয়জনকে সঙ্গে নিয়ে যেতে পারেন এই রিসর্টে। রিসর্টের মধ্যে বিরক্ত করার মতো কেউ থাকবে না। নির্জন পরিবেশে বিশেষ দিন বিশেষ ভাবে উপভোগ করতে পারবেন। কাপেলদের কথা মাথায় রেখে রিসর্টের তরফ থেকে বেশ কিছু খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র কাপেল জন্য ভ্যালেন্টাইন্স ডে-তে থাকবে প্যাকেজ খাবার। অল্প টাকার মধ্যেই কাপেলদের দেওয়া হবে এই বিশেষ প্যাকেজের খাবার।
advertisement
রিসর্টের ম্যানেজার বলেন, ” ভ্যালেন্টাইনস ডে-র জন্য স্পেশ্যাল প্যাকেজ করা হচ্ছে। মাত্র ৫০০ টাকার মধ্যে কাপেলরা পাবে মকটেল। মেন কোর্সে থাকবে ভেজ ফ্রায়েড রাইস, আলুর দম, চিলি চিকেন, শেষে দেওয়া হবে মিষ্টি এবং জলের বোতল।”
তবে এ বার নিশ্চয় ভাবছেন যে কোথায় রয়েছে এই রিসর্ট ? কী নাম এবং কীভাবে যাবেন ? বর্ধমান স্টেশন থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থিত ‘অরণ্য পার্ক রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট’। স্টেশন থেকে টোটোয় উঠে অরণ্য রিসর্ট বললেই পৌঁছে দেবে যে কেউ। ভাড়া পড়বে ২০০-২৫০ টাকা। এ ছাড়া বর্ধমান থেকে কেউ বাসে এলে তাঁকে নামতে হবে বাঁকুড়া মোড় অথবা দইচাঁদা স্টপেজে। তারপর টোটোয় করে সামান্য কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই জায়গায়। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে 9083359658 এই নম্বরে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2024 5:03 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Love: মনের মতো রুম-একদম সস্তা, প্রেমিকাকে নিয়ে একেবারে নিরাপদে সময় কাটান! জায়গাটি কোথায় জানেন?