হোম /খবর /লাইফস্টাইল /
কেমন হবে দীপাবলির সাজ? জানিয়ে দিলেন মণীশ মালহোত্রা

কেমন হবে দীপাবলির সাজ? জানিয়ে দিলেন মণীশ মালহোত্রা

বলিউডের ফ্যাশন গুরু বলতে যার নাম প্রথমেই চলে আসে, তিনি হলেন মণীশ মালহোত্রা ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বলিউডের ফ্যাশন গুরু বলতে যার নাম প্রথমেই চলে আসে, তিনি হলেন মণীশ মালহোত্রা ৷ আর সেই মণীশ মালহোত্রাই যদি দীপাবলির আগে সাজগোজের টিপস দিয়ে দেন, তাহলে কেমন হয়? এরকমই ঘটল সম্প্রতি৷ সৌজন্যে লাভ অ্যান্ড কেয়ার ৷ তা ঠিক কী টিপস দিলেন মণীশ?

১) দীপাবলি আলোর উৎসব ৷ তাই পোশাককেও হতে হবে একেবারে জাঁকজমকপূর্ণ ৷ কিন্তু তাই বলে কি আর এলিগেন্স থাকবে না? থাকতেই হবে ৷ মণীশ জানাচ্ছেন, দীপাবলির রাতে সেজে উঠতে পারেন অতিরিক্ত ঝুলওয়ালা স্কার্টে ৷ সঙ্গে ক্রপ টপ ৷ যা কিনা সাজে নতুনত্ব এনে দেব ৷

২) যে কোনও উৎসবে আলাদা করে নজর কাড়তে শাড়ি কিন্ত একাই কামাল করতে পারে ৷ তাই মণীশ জানাচ্ছেন, দীপাবলিতে শাড়ি হতেই পারে প্রথম পছন্দের ৷ বেছে নিন উজ্জ্বল রঙের শাড়ি, তার সঙ্গে মানানসই ব্লাউজ ও গয়না৷

৩) আপনি খুব হালকা সাজতে পছন্দ করেন তাহলে ট্রাই করুন টিউনিক ৷ অথবা শর্ট বা লং পালাজো প্যান্টসও ৷ তাতে যদি এমব্রয়ডারি থাকে তাহলে তো কথাই নেই ৷

৪) পোশাকের কালার প্যালেটে থাকুক উজ্জ্বল রং ৷ রাখতে পারেন সাদা, আইভোরি, ধূসর, সোনালি রংও ৷ যা কিনা আপনার পোশাকে এনে দেবে উৎসব লুক ৷

Instagram range shot

তবে সবশেষে মনে রাখবেন, পোশাকের যত্নও কিন্তু খুব জরুরি ৷ পোশাকের প্রত্যেকটি সুতোর চাই আলাদা করে যত্ন ৷ তাই ব্যবহার করতেই হবে Love & Care ৷ যা কিনা আপনার পোশাককে দেবে এক যত্নশীল ওয়াশ ৷ নজর রাখবে আপনার পোশাকের সুতোয় ৷ যাতে পোশাক পরলে নতুনই লাগবে বরাবর ৷

Published by:Akash Misra
First published:

Tags: Diwali, Love and Care brand ambassador, Manish Malhotra