কেমন হবে দীপাবলির সাজ? জানিয়ে দিলেন মণীশ মালহোত্রা

Last Updated:

বলিউডের ফ্যাশন গুরু বলতে যার নাম প্রথমেই চলে আসে, তিনি হলেন মণীশ মালহোত্রা ৷

#কলকাতা: বলিউডের ফ্যাশন গুরু বলতে যার নাম প্রথমেই চলে আসে, তিনি হলেন মণীশ মালহোত্রা ৷ আর সেই মণীশ মালহোত্রাই যদি দীপাবলির আগে সাজগোজের টিপস দিয়ে দেন, তাহলে কেমন হয়? এরকমই ঘটল সম্প্রতি৷ সৌজন্যে লাভ অ্যান্ড কেয়ার ৷ তা ঠিক কী টিপস দিলেন মণীশ?
১) দীপাবলি আলোর উৎসব ৷ তাই পোশাককেও হতে হবে একেবারে জাঁকজমকপূর্ণ ৷ কিন্তু তাই বলে কি আর এলিগেন্স থাকবে না? থাকতেই হবে ৷ মণীশ জানাচ্ছেন, দীপাবলির রাতে সেজে উঠতে পারেন অতিরিক্ত ঝুলওয়ালা স্কার্টে ৷ সঙ্গে ক্রপ টপ ৷ যা কিনা সাজে নতুনত্ব এনে দেব ৷
২) যে কোনও উৎসবে আলাদা করে নজর কাড়তে শাড়ি কিন্ত একাই কামাল করতে পারে ৷ তাই মণীশ জানাচ্ছেন, দীপাবলিতে শাড়ি হতেই পারে প্রথম পছন্দের ৷ বেছে নিন উজ্জ্বল রঙের শাড়ি, তার সঙ্গে মানানসই ব্লাউজ ও গয়না৷
advertisement
advertisement
৩) আপনি খুব হালকা সাজতে পছন্দ করেন তাহলে ট্রাই করুন টিউনিক ৷ অথবা শর্ট বা লং পালাজো প্যান্টসও ৷ তাতে যদি এমব্রয়ডারি থাকে তাহলে তো কথাই নেই ৷
৪) পোশাকের কালার প্যালেটে থাকুক উজ্জ্বল রং ৷ রাখতে পারেন সাদা, আইভোরি, ধূসর, সোনালি রংও ৷ যা কিনা আপনার পোশাকে এনে দেবে উৎসব লুক ৷
advertisement
Instagram range shot
তবে সবশেষে মনে রাখবেন, পোশাকের যত্নও কিন্তু খুব জরুরি ৷ পোশাকের প্রত্যেকটি সুতোর চাই আলাদা করে যত্ন ৷ তাই ব্যবহার করতেই হবে Love & Care ৷ যা কিনা আপনার পোশাককে দেবে এক যত্নশীল ওয়াশ ৷ নজর রাখবে আপনার পোশাকের সুতোয় ৷ যাতে পোশাক পরলে নতুনই লাগবে বরাবর ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কেমন হবে দীপাবলির সাজ? জানিয়ে দিলেন মণীশ মালহোত্রা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement