Viral Video: পাইলট বাবা চালাচ্ছেন বিমান ! একই প্লেনে চালক বাবাকে দেখে আত্মহারা খুদে কন্যা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral video: এখনও পর্যন্ত ২.৬ মিলিয়ন মানুষ এই ভিডিও দেখেছেন। শেয়ার করেছেন ২.৭ লক্ষ মানুষ।
মায়ের সঙ্গে বিমানে উঠেছিল ছোট্ট মেয়েটি। তাঁর মা বাচ্চাটিকে বলেছিল, বাবাও যাবে আমাদের সঙ্গে। কিন্তু ফ্লাইটে ওঠার পরও বাবাকে না দেখতে পেয়ে মন খারাপ ছিল মেয়ের। সে বার বার তার মাকে প্রশ্ন করেছিল, 'বাবা যাবে বলেছিলে? বাবা কোথায়?" মা তখনও বলে যাচ্ছেন বাবা যাবে (Viral Video) ।
বিমান ছাড়ার কিছু সময় আগেও বাবাকে না পেয়ে মেয়ে বুঝে যায় মা বোধহয় তাঁকে মিথ্যে বলছে। মন খারাপ করে বিমানের সিটে বসতেই ঘটে যায় মিরাকেল। হঠাৎই চলে আসে (Viral Video) মেয়েটির বাবা। তবে যাত্রী হিসেবে নয়, পাইলট হিসেবে।
advertisement
advertisement
ওই বিমানের পাইলট ছিলেন ছোট্ট মেয়েটির বাবা। ককপিটে দাঁড়িয়ে নিজের ছোট্ট মেয়েকে দেখে হাত নাড়ে বাবা। বাবাকে দেখে তো খুশির সীমা নেই বাচ্চাটির। এতক্ষণে সে বুঝে যায়, যে বিমানে তারা যাচ্ছে, সেই বিমান চালাবে আসলে তার বাবা (Viral Video) ।
এ কথা বুঝতে পেরেই আনন্দে আত্মহারা হয় খুদে মেয়েটি। বাবা মেয়ে একে অপরকে হাত নাড়তে থাকে (Viral Video) । মেয়েটি হাসতে থাকে। তখন তাঁর মা প্রশ্ন করে, ' এবার খুশি বাবা এলো তো?" মেয়েটি মায়ের সঙ্গে সহমত হয়। এই ভিডিওটি তুলেছেন ওই খুদের মা।
advertisement
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেছেন ওই মহিলা। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, " আমার বাবা এই পৃথিবীর সব থেকে সেরা মানুষ। আমার বেস্ট ফ্রেন্ড। আমি বাবাকে খুব ভালবাসি। বাবা বিমান চালাবে, আমাদের নিয়ে যাবে। এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে।"
এই ভিডিওটি ইনস্টাতে শেয়ার হতেই ভাইরাল হয় (Viral Video) । এখনও পর্যন্ত ২.৬ মিলিয়ন মানুষ এই ভিডিও দেখেছেন। শেয়ার করেছেন ২.৭ লক্ষ মানুষ। বাবা মেয়ের আদুরে ভিডিও দেখে প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
advertisement
কেউ কেউ লিখেছেন, " ভীষণ মিষ্টি একটি ভিডিও।" আবার কেউ বলেছেন, " বাবার জীবনের সেরা পাওনা, এই ট্রিপ।" আবার অনেকে লিখেছেন, "পাইলট হিসেবে স্বার্থক জীবন। গর্বিত মেয়ে ও বাবা।" আপাতত এই মিষ্টি ভিডিও তুমুল ভাইরাল (Viral Video) ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2021 7:36 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: পাইলট বাবা চালাচ্ছেন বিমান ! একই প্লেনে চালক বাবাকে দেখে আত্মহারা খুদে কন্যা !