Lip Care Tips: ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করুন বিটরুট, তফাত নিজেই বুঝতে পারবেন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Lip Care Tips: বিটরুট প্রাকৃতিক উপায়ে ঠোঁট নরম ও গোলাপি রাখে। নরম, গোলাপি ও আর্দ্র ঠোঁট পেতে ব্যবহার করতে হবে বিটরুট।
Beetroot For Lips Benefits: রূপচর্চা করার সময় প্রাকৃতিক উপাদানের প্রভাব হয় সবচেয়ে বেশি। কারণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। সাবেক কাল থেকে ঘরে ঘরে নারীরা তাই করতেন। হেঁশেল থেকে নানা জিনিস নিয়ে তাঁরা ব্যবহার করতেন ত্বক ও চুলের যত্নে। হেঁশেলে পাওয়া যায় এরকমই একটি জাদু উপাদান হল বিটরুট।
মনে এই প্রশ্ন জাগতেই পারে যে বিটরুট কীভাবে রূপচর্চায় কাজে লাগবে? ব্যাপারটা হচ্ছে আমরা ত্বকের যত্নে ফেসিয়াল করি, প্যাক লাগাই কিন্তু ঠোঁটের কথা ভুলে যাই। বিটরুট প্রাকৃতিক উপায়ে ঠোঁট নরম ও গোলাপি রাখে। নরম, গোলাপি ও আর্দ্র ঠোঁট পেতে ব্যবহার করতে হবে বিটরুট।
বিটরুটের গোলাপি রঙ আমাদের ঠোঁটে গোলাপি আভা যোগ করে।
advertisement
advertisement
এছাড়া বিটরুট হল ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন সি হল একটি দুর্দান্ত উপাদান যা ত্বক উজ্জ্বল করে এবং একটি সমান টোন দেয়। ঠোঁটে অনেক সময় কালো ছোপ পড়ে। বিটের রস এই দাগ দূর করতে পারে। নিয়মিত বিটের রস লাগালে ঠোঁট উজ্জ্বল হয়।
advertisement
ঠোঁটে পুষ্টি যোগাতেও সাহায্য করে বিটরুট। শুষ্ক ও ফাটা ঠোঁটের সমস্যা দূর করতেও সাহায্য করে বিটের রস। অনেকেই জানেন না যে ঠোঁটের জন্য উপযোগী প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে বিটরুটের জুড়ি নেই।
বিটরুটে আছে আর্দ্রতার উপাদান। ফলে নিয়মিত এটি ব্যবহার করলে ঠোঁট ধীরে ধীরে নরম হয়ে যাবে। এর মধ্যে অ্যান্টিএজিং উপাদানও আছে। তাই বিটরুট ঠোঁটে লাগালে ঠোঁটে উপস্থিত ফাইন লাইন কম হয় এবং ঠোঁটে তারুণ্য আসে।
advertisement
আরও পড়ুন - কাঁধে অন্তর্বাসের স্ট্র্যাপের দাগের জন্য হল্টার নেক, অফ শোল্ডার পরতে পারছেন না? রইল দাগ তোলার টোটকা
বিটরুট ঠোঁটকে রসালো এবং পুরন্ত করে তোলে। এই রস ঠোঁটে সঙ্গে সঙ্গে উজ্জ্বলতা যোগ করে এবং তার ফলে ঠোঁট আরও বেশি হাইড্রেটেড, পুষ্টিকর এবং রসালো দেখায়। ঠোঁটে নিয়মিত বিটরুট লাগালে ঠোঁট সবসময় পূর্ণ দেখাবে।
advertisement
এটাও জেনে রাখা ভালো যে বিটরুটের চেয়ে ভালো প্রাকৃতিক লিপবাম আর নেই। বিটরুট ঠোঁটের জন্য ব্যবহার করতে হলে এক টুকরো বিট কেটে ফ্রিজে রাখতে হবে। ১৫-২০ মিনিট ফ্রিজে রেখে সেই টুকরো বের করে ঠোঁটে ঘষলে ঠোঁটে লালচে আভা আসবে। বিটের সঙ্গে তাজা ক্রিম, গোলাপ জল মিশিয়ে লিপ প্যাক তৈরি করেও ব্যবহার করা যায়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2022 11:55 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Lip Care Tips: ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করুন বিটরুট, তফাত নিজেই বুঝতে পারবেন