ঠোঁট ফাটছে ? জিভ দেবেন না !

Last Updated:

আচ্ছা বলুন তো, ঠোঁট ফাটে কখন? যদি আপনার উত্তর, হয় শীতকাল বা ঠান্ডা ৷ তাহলে নতুন করে ঝালিয়ে নিন একবার ৷ কারণ ডাক্তারদের রিসার্চ বলছে, শীতে, গরমে, হেমন্তে, বসন্তে সব সময়ই ফাটতে পারে আপনার ঠৌঁট ৷ রিসার্চের পাওয়া তথ্য অনুযায়ী, ঋতু-র সঙ্গে কোনও সম্পর্কই নেই ঠোঁট ফাটার ৷ ঠোঁট ফাটার জন্য নাকি আপনি-ই দায়ী !

#কলকাতা: আচ্ছা বলুন তো, ঠোঁট ফাটে কখন? যদি আপনার উত্তর, হয় শীতকাল বা ঠান্ডা ৷ তাহলে নতুন করে ঝালিয়ে নিন একবার ৷ কারণ ডাক্তারদের রিসার্চ বলছে, শীতে, গরমে, হেমন্তে, বসন্তে সব সময়ই ফাটতে পারে আপনার ঠৌঁট ৷ রিসার্চের পাওয়া তথ্য অনুযায়ী, ঋতু-র সঙ্গে কোনও সম্পর্কই নেই ঠোঁট ফাটার ৷ ঠোঁট ফাটার জন্য নাকি আপনি-ই দায়ী !
ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ মুখের মধ্যে সবচেয়ে নরম জায়গাই হল ঠোঁট ৷ ঠোঁটে রোমকূপ না থাকায় আরও বেশি সেনসিটিভ জায়গা এই ঠোঁট ৷ আবহাওয়ার সঙ্গে তাই তাল মেলাতে গিয়ে মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় ঠোঁটকে ৷ আর সেই বিপাকের এক রূপই হল ঠোঁট ফাটা, ঠোঁট শুকিয়ে যাওয়া, চামড়া ওঠা, রক্ত বের হওয়া ৷ তা কীভাবে সুন্দর ও সুস্থ রাখবেন ঠোঁটকে ? চটপট পড়ে ফেলুন ৷
advertisement
ঠোঁট বার বার শুকিয়ে আসলে, জিভ দিয়ে না ভিজিয়ে বরং ভেজলিন জাতীয় কিছু একটা মাখুন ৷
advertisement
দাঁত বা নখ দিয়ে ঠোঁটের চামড়া ছিঁড়বেন না ৷
রাতে শোয়ার আগে মোটা করে ক্রিম লাগিয়ে রাখুন৷ সকালে উঠে হালকা হাতে ঘঁষে নিন ঠোঁট ৷ দেখবেন শুকনো চামড়া দূর হবে ৷
গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে রোজ ঠোঁটে মাখুন ৷ ঠোঁট অনেক বেশি নরম ও সুন্দর হবে ৷
advertisement
ঠোঁট বেশিমাত্রায় ফাটলে ভিটামিন সি, ভিটামিন ই ট্যাবলেট খান ৷
প্রচুর জল খান ৷
শাক-সবজী, ফল বেশি খাওয়ার চেষ্টা করুন ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঠোঁট ফাটছে ? জিভ দেবেন না !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement