কালোজিরের হেয়ার মাস্ক! ঘন, কালো চুল পেতে আজ থেকেই ব্যবহার করুন এই ঘরোয়া উপাদান

Last Updated:

জানেন কী?  বাড়ির কিছু জিনিস ব্যবহার করেই খুব সহজে ঘন চুল পেতে পারবেন

#কলকাতা: ঘন, কালো এক রাশ চুল কে না চায়? কিন্তু ঘন চুল পাওয়া সহজ নয়। ঘন ও কালো চুল পেতে আমরা নামি দামি জিনিস ব্যবহার করি। কিন্তু তাতেও ঠিক মনের মত চুল পাওয়া যায় না। কিন্তু জানেন কী? বাড়ির কিছু জিনিস ব্যবহার করেই খুব সহজে ঘন চুল পেতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক সেই উপায়-
ভাল চুল পেতে খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে। বেশি করে আয়রন ও ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। এছাড়াও রান্নাঘরের কিছু উপাদান দিয়ে তৈরি হেয়ার প্যাক আপনার চুলকে সহজেই ঘন ও লম্বা করতে সহায়তা করবে।
advertisement
advertisement
মেথি, কালোজিরে ও টক দই দিয়ে তৈরি একটি বিশেষ হেয়ার প্যাক আপনার চুল ঘন ও লম্বা রাখতে পারে অনায়াসেই। মেথি, ও কালোজিরে হেয়ারপ্যাক তৈরির জন্য প্রথমে মেথি, কালোজিরে ও কারি পাতা ভাল করে পেস্ট করে নিতে হবে। এরপর এই পেস্টের সঙ্গে দই মেশাতে হবে। এই প্যাক চুলে লাগিয়ে রাখতে হবে। তারপর আধ ঘন্টা পর ধুয়ে নিতে হবে।
advertisement
এছাড়া ঘন চুল পেতে ক্যাস্টর অয়েলের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণ স্কাল্পে ভাল করে লাগিয়ে নিতে হবে।  ২ থেকে ৩ ঘন্টা পর হালকা শ্যাম্পু দিয়ে চুয়ে ধুয়ে ফেলতে হবে। এই ঘরোয়া নিয়ম মানার এক সপ্তাহ পরেই নিজের চোখেই পরিবর্তন দেখতে পাবেন।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কালোজিরের হেয়ার মাস্ক! ঘন, কালো চুল পেতে আজ থেকেই ব্যবহার করুন এই ঘরোয়া উপাদান
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement