Leather Accesories : নষ্ট হয়ে যায় বাড়িতে পড়ে থেকে! চামড়ার জিনিসপত্রের জেল্লা বজায় রাখতে এই টিপস মেনে চলুন
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Leather Accesories : কোনও কারণে ভিজে গেলে যত দ্রুত সম্ভব তা শুকিয়ে নিতে হবে।
#নয়াদিল্লি: চামড়ার জিনিসের জেল্লা ধরে রাখা খুব কঠিন। জেল্লা চলে গেলেই কিন্তু লেদারের দাম হারিয়ে যায়। বিশেষ দিনে লেদারের জ্যাকেট বা প্যান্ট পড়তে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় স্থানে স্থানে সেটি ফেটে গিয়েছে।
এখানে লেদারের জিনিস নিয়ে এমনই কয়েকটি সমস্যা এবং তার সমাধান বাতলে দেওয়া হল।
শুকনো স্থানে রাখা
যে কোনও আর্দ্র জলবায়ুযুক্ত জায়গায় চামড়ার জিনিস ব্যবহার না করাই ভালো। তবে কোনও কারণে ভিজে গেলে যত দ্রুত সম্ভব তা শুকিয়ে নিতে হবে।
advertisement
লেদার কন্ডিশনারের ব্যবহার
আমাদের চামড়ার জ্যাকেটকে নিখুঁত এবং ঝকঝকে রাখতে লেদার কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে। এতে মোম এবং সিলিকন থাকে। এটি আমাদের চামড়ার জিনিসকে একটি পরিষ্কার চেহারা দেবে। জ্যাকেট পরিষ্কার করতে এ ক্ষেত্রে হালকা ডিটারজেন্টও ব্যবহার করা যায়। লেদার জ্যাকেট বা অন্যান্য জিনিসকে ঝকঝকে সুরক্ষিত রাখতে এবং দীর্ঘস্থায়ী বানাতে নিয়মিত ময়েশ্চারাইজ করতে হবে।
advertisement
বলিরেখা দূর করা
চামড়ার জ্যাকেট ঝুলিয়ে রাখলে তা ক্রিজ এবং বলিরেখা-মুক্ত রাখতে হবে। যদি কোনও সময় জ্যাকেটের উপর বলিরেখার ছাপ চোখে পড়ে, তাহলে সবচেয়ে কম আঁচে আয়রন গরম করে হালকা হাতে একবার আয়রন করে নিতে হবে। তবে সরাসরি লেদারে আয়রন না ঠেকিয়ে ওপরে পাতলা একটি কাপড় বিছিয়ে আয়রন করতে হবে।
advertisement
হিলের দিকে খেয়াল রাখতে হবে
চামড়ার হিল জুতো ব্যবহার করতে করতে একেবারে অযোগ্য হওয়ার আগেই তাতে মন দিতে হবে। খরচ বাঁচাতে প্রথম থেকেই সাশ্রয়ী মূল্যে জুতোর রক্ষণাবেক্ষণ শুরু করা উচিত।
প্রতিবার পরার পরে যত্ন নেওয়া
প্রতিবার লেদারের জিনিস ব্যবহার করার পর তা নিয়মিত মুছে নিয়ে তারপর বাক্সবন্দী করা উচিত। লেদার পরিষ্কারের জন্য নরম কাপড় বা তুলো ব্যবহার করা যেতে পারে।
advertisement
ব্যাগ বা ওয়ালেটের যত্ন
লেদারের ব্যাগ ব্যবহার করার সময় মনে রাখতে হবে যে এতে কখনওই অতিরিক্ত ভার চাপানো ঠিক নয়। কেন না, এতে আপনা থেকেই ব্যাগ নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও বাইরের কোনও শক্ত বা ধারালো জিনিস থেকে যাতে কোনও আঘাত না লাগে সে দিকে সতর্ক দৃষ্টি দিতে হবে।
সূর্যের আলো এড়িয়ে চলা
চামড়াকে জিনিসপত্রকে সর্বদা সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখা উচিত। কারণ এতে লেদারের রঙ বিবর্ণ হয়ে যেতে পারে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2022 8:57 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Leather Accesories : নষ্ট হয়ে যায় বাড়িতে পড়ে থেকে! চামড়ার জিনিসপত্রের জেল্লা বজায় রাখতে এই টিপস মেনে চলুন