কলকাতার আকাশে রামধনু ! দিনের শেষে রিফ্রেশ বাটন

Last Updated:

একটু না হয় কম্পিউটার থেকে চোখ সরান ৷ একটু না হয় কি-বোর্ড থেকে হাত তুলে জানলার কাছে ছুটে যান ৷

#কলকাতা: একটু না হয় কম্পিউটার থেকে চোখ সরান ৷ একটু না হয় কি-বোর্ড থেকে হাত তুলে জানলার কাছে ছুটে যান ৷ কারণ, আপনার শহুরে আকাশ, ক্যানভাসে এঁকে ফেলেছে রামধনু ৷ সাতরং নিয়ে প্রকৃতি সেজে আপনার জন্যই ৷ বেনীআসহকলা রং নিয়ে আকাশ হাজির আপনার সব ক্লান্তি মিটিয়ে দিতে ৷
দিনের শেষ, সন্ধে নামার আগে আকাশের এরূপ দেখতে এখন শহুরে চোখের ভিড় ৷ মোবাইলের ক্যামেরায় ফটো তোলার হিড়িক ৷ কেউ ক্যাফেটেরিয়ার জানলা দিয়ে চুপটি করে রামধনুর রংমাখা ছবি তুলে পাঠিয়েছেন প্রিয়জনকে ৷ কেউ বা ভিড় বাসে বাড়ি ফেরার পথে জানলা দিয়ে হাত বাড়িয়ে ক্যামেরায় চোখ !
advertisement
advertisement
বিশ্বকাপ শেষ ৷ তর্ক শেষ৷ আর এই বিরিতেই ফেসবুকে এখন রামধনু ঝড় ৷ দক্ষ ও অদক্ষ হাত ৷ ডিএসএলআর কিংবা নতুন কেনা মোবাইল ৷ সবাই এখন তাক করেছে আকাশের দিকে ৷ ব্যস্ততার মাঝে এ রং যেন চোখের তৃপ্তি৷ ক্ষণিকের ভালোলাগা ৷ ধোঁয়া ওঠা মাটির ভাঁড়ে চায়ের চুমুকে আকাশের সঙ্গে রামধনু নিয়ে গোপন কথা ৷ এ যেন দিনের শেষে রিফ্রেশ বটন ! রামধনুর বাহানায় জীবনের নতুন রং খুঁজে পাওয়া ! কী আপনি দেখেছেন তো?
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কলকাতার আকাশে রামধনু ! দিনের শেষে রিফ্রেশ বাটন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement