ঘরের কোন দেওয়ালে কেমন ছবি টাঙাবেন ? কী বলছেন বাস্তু বিশেষজ্ঞরা ?
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ভুল জায়গায় ভুল ছবির প্রভাবে জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার!
#কলকাতা: কখনও পারিবারিক ছবি, কখনও প্রিয় তারকার ছবি, কখনও আবার সুন্দর দৃশ্যের ছবি...ঘরের দেওয়ালে ছবি টাঙানোর চল সেই কোন যুগ থেকে চলে আসছে ! কিন্তু বাস্তুশাস্ত্র মতে, ঘরের দেওয়ালে ইচ্ছেমতো ছবি টাঙালেই হল না! আগে জানতে হবে কোন দিকে কোন ছবি টাঙানো উচিত! ভুল জায়গায় ভুল ছবির প্রভাবে জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার! অভাব অনটন, অশান্তি, দুর্ভোগ পিছু ছাড়বে না! কাজেই আগে জেনে নিন, ফেংসুই ও বাস্তু মতে কোন ছবি কোন দেওয়ালে টাঙানো উচিত-
প্রাকৃতিক দৃশ্যের ছবি সব সময় ঘরের দক্ষিণ পশ্চিম দেওয়ালে টাঙানো উচিত। উড়ন্ত কোন পাখি বা বিমানের ছবি বাড়ির পরিবেশকে উদ্দীপিত করে থাকে। এই জাতীয় ছবিও টাঙান উত্তর-পশ্চিম দেওয়ালে।
রাধাকৃষ্ণের যুগল মূর্তির ছবি রাখতে চাইলে মাস্টার বেডরুমের উত্তর বা দক্ষিণের দেওয়ালে রাখুন। বাড়িতে বাচ্চা থাকলে উত্তর-পশ্চিম দেওয়ালে শিশু কৃষ্ণের বা গোপালের ননী চুরির ছবি টাঙানো খুব শুভ। জীবনের লক্ষ্য সম্পর্কিত কোনও বাণী ঘরের দক্ষিণ-পশ্চিম দেওয়ালে রাখুন।
advertisement
advertisement
উদীয়মান সূর্যের ছবি ঘরের পূর্ব দিকের দেওয়ালে টাঙালে পজিটিভ ভাইব্রেশান বহন করে। ধনের দেবতা কুবেরের ছবি টাঙান উত্তরের দেওয়ালে। এতে কখনও অভান অনটন হানা দেবে না।
বাস্তু মতে শ্মশান, কবর, দুঃখ, হত্যা, বা কোনও উত্তেজক মুহূর্তের ছবি বাড়ির দেওয়ালে টাঙানো উচিত নয়। এই সমস্ত ছবি বাড়ির অন্দরে নেগেটিভ ভাইব্রেশান তৈরি করে।
advertisement
ভুলেও ইশান কোণে বা ঠাকুর ঘরে পূর্ব পুরুষের ছবি টাঙাবেন না। যদি টাঙাতেই হয়, ঘরের দক্ষিণের দেওয়ালে টাঙান। পারিবারিক ছবি সবসময় বাড়ির দক্ষিণ পশ্চিম দেওয়ালে টাঙান। এতে পারিবারিক বন্ধন দৃঢ় হয়। এই ছবিগুলি ভুল করেও পূর্ব বা উত্তর দিকের কোনও দেওয়ালে টাঙাবেন না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2019 4:55 PM IST