Interesting Fact: চুম্বনের সময় আমাদের চোখ সব সময় নিজের থেকেই বন্ধ হয়ে যায় কেন? এর কারণ জানলে চমকে উঠবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Interesting Fact: আলাদা করে কিছু করতে হয় না। নিজের থেকেই মাথা কাত হয়ে যায়। চোখের পাতা নেমে আসে।
চুম্বন হল ভালবাসার বহিঃপ্রকাশ। সেই ভালবাসা হতেই পারে স্নেহের আর এক নাম। আবার কোনও সংস্কৃতিতে শ্রদ্ধাবশতও হাতে চুম্বন করা হয়। তবে প্রতি চুম্বনই একে অন্যরে থেকে আলাদা। বিশেষত প্রেমের চুম্বনে মিলেমিশে থাকে যৌনতার আশ্লেষ বা আবেগ। প্রেমের চুম্বনে আমাদের চোখ বন্ধ হয়ে আসে এবং মাথা একদিকে হেলে যায়। এই শরীরী ভঙ্গির জন্য আলাদা করে কিছু করতে হয় না। নিজের থেকেই মাথা কাত হয়ে যায়। চোখের পাতা নেমে আসে।
পৃথিবীর যেখানে যে কোনও সময়েই চুমু খাওয়া হোক না কেন, জুটির দু’জনেরই চোখ বন্ধ হয়ে আসবে পরম তৃপ্তি ও আনন্দে ৷ এই মানব আচরণের পিছনে একাধিক কারণ আছে বলে মনে করেন মনোবিজ্ঞানীরা ৷ প্রথমেই তাঁরা বলেন এই আচরণ জড়িয়ে আছে তৃপ্তির সঙ্গেই ৷ ভাল খেলে, ভাল গান শুনলে আমরা যেমন আবেশে চোখ বন্ধ করে ফেলি, চুমুর সময়েও ঠিক তাই৷ সেইসঙ্গে থাকে মনসংযোগের বিষয়ও৷ আমরা পারিপার্শ্বিক ভুলে চিন্তনের ভরকেন্দ্রে রাখতে চাই সঙ্গী ও চুম্বনকেই৷ তাই চোখ বন্ধ রেখে মনকে সরিয়ে নিই চারপাশ থেকে৷
advertisement
advertisement
প্রেমের অঙ্গ চুম্বন৷ ভালবাসা বা প্রেমের সঙ্গে জড়িয়ে থাকে কিছুটা লজ্জা ও কুণ্ঠাও ৷ তাই সেই লজ্জাবোধ থেকেও আমাদের চোখ বুজে আসে৷ প্রেমের সঙ্গে জুড়ে থাকে গোপনীয়তাও৷ আমাদের ধারণা, আমরা কাউকে দেখতে পাচ্ছি না মানে আমাদেরও কেউ দেখতে পাচ্ছে না৷ সেই বোধ থেকেও চুমু খাওয়ার সময় দু’চোখ বন্ধ করে রাখি৷
advertisement
আরও পড়ুন : আসছে পৌষ অমাবস্যা তথা এ বছরের প্রথম অমাবস্যা! জানুন পুণ্যতিথির দিনক্ষণ ও শুভ মুহূর্ত
প্রেমের আত্মসমর্পণের অঙ্গ হল চুম্বন৷ বিশ্বাস ও আস্থা অর্জন করেই সেই আত্মসমর্পণের বোধ আসে৷ যাঁকে অগাধ বিশ্বাস, তার উপর হয়তো চোখ বন্ধ রেখেও ভরসা করা যায়৷ চোখ খোলা রাখলেও নিজেদের চুম্বন মুহূর্ত নিজেদের কাছে দেখার জন্য বিশেষ উপভোগ্য নয়৷ সেই বার্তাও হয়তো মানুষের মস্তিষ্কের মজ্জাগত৷ ফলে চুমুর সময় আপনা থেকেই চোখের পাতা নেমে আসে নীচে৷ বিশেষ অনুভূতির মুহূর্ত সবথেকে ভাল উপভোগ করা যায় চোখ বন্ধ রেখেই৷ তাই চুম্বন সবথেকে বেশি উপভোগ্য হয়ে ওঠে নিমীলিত নয়নেই৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2024 4:20 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Interesting Fact: চুম্বনের সময় আমাদের চোখ সব সময় নিজের থেকেই বন্ধ হয়ে যায় কেন? এর কারণ জানলে চমকে উঠবেন