High Blood Pressure Control: রক্তচাপ কমাতে পারছেন না? এই ঘরোয়া নিয়মেই নিয়ন্ত্রণে আসবে ব্লাড প্রেশার

Last Updated:

রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে হার্ট, মস্তিষ্ক, কিডনিসহ অন্যান্য রোগের ঝুঁকি বেড়ে যায়।

রক্তচাপের মাত্রা কমাতে পারছেন না? এই ঘরোয়া নিয়মেই নিয়ন্ত্রণে আসবে ব্লাড প্রেশার
রক্তচাপের মাত্রা কমাতে পারছেন না? এই ঘরোয়া নিয়মেই নিয়ন্ত্রণে আসবে ব্লাড প্রেশার
ভুল জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের কারণে বহু মানুষেরই  রক্তচাপে সমস্যা থাকে। রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে হার্ট, মস্তিষ্ক, কিডনিসহ অন্যান্য রোগের ঝুঁকি বেড়ে যায়। WHO এর মতে, বিশ্বব্যাপী প্রায় ১.২ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে ৪৬ শতাংশই জানেন না যে তাদের রক্তচাপের সমস্যা রয়েছে।
WHO এর মতে, প্রায় ৭০০ মিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপের চিকিৎসাও পান না। এর প্রধান কারণ তারা বিপি পরীক্ষা করতে চিকিৎসকের কাছে যান না। বিশ্বে ৭.৫ মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য দায়ী রক্তচাপ।রক্তচাপ বেশি হওয়ার আসল কারণ জানা না গেলেও ডায়াবেটিস, স্থূলতা, কোলেস্টেরল ইত্যাদি বেড়ে যাওয়ার কারণে বিপি হাই হয়ে যায়।
advertisement
advertisement
পুষ্টিবিদ অঞ্জলি মুখোপাধ্যায় প্রাকৃতিকভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কিছু টিপস দিয়েছেন।পুষ্টিবিদ অঞ্জলি মুখার্জির বলেছেন যে স্থূলতা উচ্চ রক্তচাপের একটি বড় কারণ। তাই যে কোনও মূল্যেই স্থূলতা নিয়ন্ত্রণ করতে হবে।
স্থূলতা কমাতে, খাদ্যের উপর লাগাম আনতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। তারপরও যদি রক্তচাপের মাত্রা না কমে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।পুষ্টিবিদের মতে, সপ্তাহে দুই বা তিন দিন মাছ খেলে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অনেক গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে যে মাছ খেলে হৃদরোগের ঝুঁকি কমে।
advertisement
উচ্চ রক্তচাপ এড়াতে চাইলে সিগারেট এবং অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। ধূমপান এবং অ্যালকোহল শুধুমাত্র হৃদরোগের জন্যই খারাপ নয়, এটি আরও অনেক রোগের কারণ হতে পারে। প্রতিদিন হাঁটাহাঁটি করলে শুধু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে না অন্যান্য অনেক রোগ থেকেও মুক্তি পাওয়া যাবে।
advertisement
প্রতিদিন হাঁটলে দুশ্চিন্তা ও বিষণ্ণতা দূর হবে। সেই সঙ্গে রক্ত ​​সঞ্চালনও ঠিক থাকে, যার ফলে মনে সতেজতা বজায় থাকে।উচ্চ রক্তচাপ কমাতে রসুন অত্যন্ত কার্যকর। আয়ুর্বেদ শাস্ত্রে রসুন বিভিন্ন রোগের চিকিৎসায় বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। রসুন কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমায়।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
High Blood Pressure Control: রক্তচাপ কমাতে পারছেন না? এই ঘরোয়া নিয়মেই নিয়ন্ত্রণে আসবে ব্লাড প্রেশার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement