Lips Care: গোলাপের পাপড়ির মতো পেলব ঠোঁটের রহস্য? রইল সেই জাদুকরী লিপ বাম তৈরির উপায়!
- Published by:Rachana Majumder
Last Updated:
Korean Lip Balm সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় এবং এতে কোনও রকম রাসায়নিকেরও উপস্থিত থাকে না।
গোলাপ ফুলের পাপড়ির মতো ঠোঁট কে-না চায়! তার জন্য মুখ-হাত-পায়ের পাশাপাশি ঠোঁটেরও যত্নের প্রয়োজন রয়েছে। কারণ সুন্দর মুখে ফ্যাকাশে বিবর্ণ ঠোঁট বড়ই বেমানান!
তবে ঠোঁটের যত্নের জন্য অনেকেই বাজারচলতি প্রসাধন সামগ্রী ব্যবহার করে থাকেন। আর সেসব ব্যবহার না-করাই বুদ্ধিমানের কাজ। আসলে এই ধরনের বাজারচলতি কসমেটিকসে থাকতে পারে ক্ষতিকর রাসায়নিক। ঠোঁট আমাদের মুখের অত্যন্ত সংবেদনশীল অংশ। তাই ঠোঁটের বিশেষ যত্নের জন্য ব্যবহার করা উচিত প্রাকৃতিক উপায়ে ঘরোয়া ভাবে তৈরি প্রসাধন সামগ্রী। আজ তেমনই এক ঘরোয়া উপায়ে তৈরি এক জাদুকরী লিপ বামের সন্ধান দেব আমরা। কিন্তু কী এমন আছে সেই লিপ বামে? সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
পেলব, সুন্দর, গোলাপি ঠোঁট পেতে ব্যবহার করতে হবে কোরিয়ান লিপ বাম। যা সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় এবং এতে কোনও রকম রাসায়নিকেরওউপস্থিত থাকে না।
advertisement
প্রথমেই জেনে নেওয়া যাক, এই বিশেষ লিপ বাম বানাতে কী কী লাগবে। তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে নিশ্চিত ভাবে বলা যায় যে, এই লিপ বাম বানানোর পদ্ধতি বেশ সহজ।
advertisement
উপকরণ:
২টো স্ট্রবেরি
১ চামচ জেলাটিন গুঁড়ো
২ টেবিল চামচ ভার্জিন কোকোনাট অয়েল
৩-৪ ফোঁটা লেমন এসেনসিয়াল অয়েল
পদ্ধতি:
প্রথমে স্ট্রবেরি দু’টো ভালো করে পিষে নিতে হবে।
এর পর একটা পরিষ্কার পাত্রে ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে সেটা ৩০ সেকেন্ড মতো মাইক্রোওয়েভে দিয়ে গরম করে নিতে হবে।
advertisement
গরম তেলে এবার পিষে নেওয়া স্ট্রবেরি এবং জেলাটিন গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এর পর এই মিশ্রণটি ৫০ সেকেন্ড মতো মাইক্রোওয়েভে দিয়ে আবার গরম করতে হবে। যাতে জেলাটিন গুঁড়ো একেবারে গলে যায়।
সব শেষে এই মিশ্রণে এসেনসিয়াল অয়েল দিয়ে আবার ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
সংরক্ষণ করার পদ্ধতি:
advertisement
মিশ্রণটি তৈরি হয়ে গেলে সেটাকে ঠান্ডা করে একটি কাচের শিশিতে ঢেলে নিতে হবে। ব্যস! ব্যবহার করার জন্য একদম রেডি কোরিয়ান লিপ বাম!
নিয়মিত এই লিপ বাম ঠোঁটে লাগালে ভালো ফল পাওয়া যাবে। বোঝাই যাচ্ছে যে, এই লিপ বাম বানানোর উপকরণ কিন্তু বেশ সহজলভ্য। তাহলে আর দেরি কীসের! এবার ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলা যাক কোরিয়ান লিপ বাম!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2022 11:08 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Lips Care: গোলাপের পাপড়ির মতো পেলব ঠোঁটের রহস্য? রইল সেই জাদুকরী লিপ বাম তৈরির উপায়!