Kitchen Tips: হঠা‌ৎ শেষ সাবান? রান্নাঘরেই আছে সমাধান! নিমেষেই ঝকঝকে হবে বাসন

Last Updated:

রান্না করতে অনেকেই ভালবাসেন৷ পছন্দের খাবার খাওয়া কিংবা খাওয়ানো, আলাদা আনন্দ আছে দুটোতেই৷ মুশকিল হয় তারপরেই৷ নোংরা বাসন গুলোর দিকে তাকিয়ে৷

হঠা‌ৎ শেষ সাবান? রান্নাঘরেই আছে সমাধান! নিমেষেই ঝকঝকে হবে বাসন
হঠা‌ৎ শেষ সাবান? রান্নাঘরেই আছে সমাধান! নিমেষেই ঝকঝকে হবে বাসন
রান্না করতে অনেকেই ভালবাসেন৷ পছন্দের খাবার খাওয়া কিংবা খাওয়ানো, আলাদা আনন্দ আছে দুটোতেই৷ মুশকিল হয় তারপরেই৷ নোংরা বাসন গুলোর দিকে তাকিয়ে৷ বাসন মাজার কাজটি অনেকের না পসন্দ৷ আবার কেউ কেই আছেন, যাঁরা এই কাজটিকে বেশ যত্ন নিয়ে করতে ভালবাসেন৷
তবে বাসন মাজা পছন্দ হোক বা না হোক, বাসন মাজার সাবানটির ওপর অভিযোগ অনেক৷ একেই তো হাতের বারটা বাজে৷ তাছাড়া, একগাদা নোংরা বাসন জমার পর যদি মাজতে গিয়ে হঠাৎ করে দেখা যায় শেষ, তাহলে রাগ-বিরক্তি ওঠে চরমে৷ খুব সাধারণ হলেও বড়ই বিরক্তিকর এই সমস্যা৷ কিন্তু জানেন কি এই সমস্যার সমাধানও আছে আপনার রান্নাঘরেই৷ অসময়ের এই ঝঞ্ঝাট এড়াবার সমাধান রইল এই প্রতিবেদনে৷
advertisement
advertisement
১. গরম জল
বাসন মাজার সবথেকে সহজ উপায় বোধহয় এটিই৷ সাধারন তাপমাত্রার জলের পরিবর্তে গরম জলে ধুয়ে নিলেই খাবারে আটকে থাকা জীবানু ব্যাক্টেরিয়া, সব ধুয়ে যাবে৷ তবে অতিরিক্ত তৈলাক্ত খাবার হলে গরম জলে কাজ ভাল হবে না৷
২. বেকিং সোডা
কেক বানানোর সময় যেই বেকিং সোডা ব্যবহার করা হয়, সেই বেকিং সোডাকেই আবার প্যানের গায়ে আটকে থাকা কেকের অংশ তুলে ফেলতে ব্যবহার করা যায়। অর্থাৎ বাসন মাজার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন বেকিং সোডা৷
advertisement
৩. লেবু এবং নুনের মিশ্রণ
লেবু এবং নুনের মিশ্রণ খাবারের পাত্র থেকে ব্যাকটেরিয়া, ময়লা, দাগ এবং চর্বি দূর করতে সাহায্য করে। লবণ পাত্রে ময়লা দূর করে৷ আবার লেবু গন্ধ এবং ব্যাকটেরিয়ার প্রভাব দূর করতে সাহায্য করে। অবশেষে, গরম জল দিয়ে পরিষ্কার করুন৷
advertisement
৪. ভিনিগার
একটি বোতলে সামান্য ভিনিগার নিয়ে নিন৷ এতে খানিকটা জল মেশান৷ তৈরি আপনার বাসন মাজার উপকরণ৷
৫. চাল ধোয়া জল
বাসন মাজার কাজে আসতে পারে চাল ধোয়া জলও৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kitchen Tips: হঠা‌ৎ শেষ সাবান? রান্নাঘরেই আছে সমাধান! নিমেষেই ঝকঝকে হবে বাসন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement