Kitchen Gardening Tips : ছোট্ট জায়গায় তৈরি করুন 'কিচেন গার্ডেন'! টাটকা সবজির সঙ্গে মিলবে মন ভালো করার রশদও !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Kitchen Gardening Tips: ছোট্ট বারান্দায় তৈরি হোক 'কিচেন গার্ডেন'। রইল সহজ টিপস
#কলকাতা: বাড়িতে ছোট্ট একটা বাগান কে না চায়! আজকাল নানা রকম গাছের প্রতি মানুষের মন মজেছে। ফ্ল্যাটের ছোট্ট ব্যালকনিতেও সুন্দর বাগান তৈরি করা যায়। ছাদেও হতে পারে মিষ্টি বাগান। আবার শুধু ঘরের মধ্যে রাখার জন্য নানা গাছ রয়েছে (Kitchen Gardening Tips)। এক ঘেয়েমি কাটাতে কাজের বা পড়ার টেবিলে একটুকরো সবুজ যথেষ্ট। কিন্তু কিচেন গার্ডেন করতে হলে একটু ভাবতে হবে। কিচেন গার্ডেন মানে সবজির বাগান। ছোট্ট জায়গায় নানা সবজি লাগিয়ে সুন্দর কিচেন গার্ডেন আজকাল অবাক করছে।
প্রীতি জিন্টা, শিল্পা শেট্টির মতো বহু জনপ্রিয় সেলেবরাও আজকাল কিন্তু নিজেদের বাড়িতেই বানিয়ে ফেলছেন এই কিচেন গার্ডেন (Kitchen Gardening Tips)। তবে নিজের বাগানের সবজি খেতে হলে মানতে হবে কিছু নিয়ম। সব জায়গায় কিচেন গার্ডেন তৈরি সম্ভব নয়।
প্রথমেই কিচেন গার্ডেন (Kitchen Gardening Tips) বানাতে হলে মাথায় রাখতে হবে, যত ছোট জায়গাতেই সবজি লাগান না কেন, সেখানে যেন পর্যাপ্ত রোদ পৌঁছয়। এই বাগানের জন্য রোদ খুব দরকার। এছাড়া মাথায় রাখতে হবে গাছে যেন নিয়মিত জল দেওয়া হয়। নিকাশি ব্যবস্থাও ভাল থাকতে হবে।
advertisement
advertisement
এছাড়াও মনে রাখতে হবে এই গার্ডেনের জন্য সার খুব প্রয়োজনীয়। মাটি এবং সারের সঠিক অনুপাত ঠিক রাখতে হবে। জৈব সার ব্যবহার করতে হবে। তাছাড়া প্রতিটা গাছের ধরণ অনুযায়ী কিন্তু টবের সাইজ হতে হবে। পুদিনা পাতার টবের সাইজ আর টমেটোর টবের সাইজ কিন্তু কখনই এক হবে না। প্লাস্টিকের টব ব্যবহার করতে পারেন।
advertisement
মনে রাখতে হবে কীটনাশক (Kitchen Gardening Tips) যেন কোনও ভাবেই ব্যবহার না করা হয়। কারণ তাতে সবজিতে নানা বিক্রিয়া হতে পারে। যা শরীরের জন্য খারাপ। এবার চটপট এই নিয়ম মেনে বাড়ির ছোট্ট ব্যালকনিতেই বানিয়ে ফেলুন কিচেন গার্ডেন। দারুণ সবজি তো পাবেনই। সেই সঙ্গে এই গার্ডেন দেখতেও খুব সুন্দর হয়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2022 10:00 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kitchen Gardening Tips : ছোট্ট জায়গায় তৈরি করুন 'কিচেন গার্ডেন'! টাটকা সবজির সঙ্গে মিলবে মন ভালো করার রশদও !