চ্যাটচ্যাটে চিমনি পরিষ্কার করুন মাত্র ২০ টাকায়, লোক ডাকার দরকারই হবে না! জানুন কীভাবে
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Cleaning kitchen chimney : রান্না করার সময়ে ধোঁয়া থেকে বেশিরভাগ সময়ে রান্নাঘরের চিমনি নোংরা হয়ে যায়৷ আর সেই চিমনি পরিষ্কার করাও বেশ কষ্টসাধ্য বিষয়।
একটা সময় ছিল, যখন চিমনি দেখা যেত কেবল পাঁচতারা রেস্তোরাঁর রান্নাঘরে, আর কিছু ধনী পরিবারের হেঁশেলে। এখন রান্নাঘরকে ধোঁয়ামুক্ত রাখতে চিমনির ব্যবহার অনেকটাই সাধারণ হয়ে এসেছে, অনেকেই তাঁদের হেঁশেলে তা লাগিয়ে থাকেন। এতে এক ঢিলে দুই পাখি মারা হয় আদতে, হেঁশেলের শ্রী যেমন খোলে, তেমনই রান্না করতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে না।
প্রাণ ওষ্ঠাগত হয় অন্য কারণে। সাধ করে একটা জিনিস ঘরে আনলেই তো আর হবে না, তার দেখভালটাও যে জরুরি! রান্না করার সময়ে ধোঁয়া থেকে বেশিরভাগ সময়ে রান্নাঘরের চিমনি নোংরা হয়ে যায়৷ আর সেই চিমনি পরিষ্কার করাও বেশ কষ্টসাধ্য বিষয়। ঠিক কীভাবে চিমনি পরিষ্কার করতে হবে তা নিয়ে মহিলাদের মধ্যে বেশ অভিযোগ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যাপারে কোম্পানির সার্ভিসের ওপরে নির্ভর করাটা সবাই ভাল বলে মনে করে থাকেন। যার জন্য গুচ্ছ টাকাও যায়। তবে নামমাত্র খরচেও চিমনি পরিষ্কার করা সম্ভব। সেটার পরিমাণ মাত্র ১০-২০ টাকা! বিশ্বাস হচ্ছে না? তাহলে এবার দেখে নেওয়া যাক রহস্যটা।
advertisement
বেকিং সোডা
advertisement
বেকিং সোডার ব্যবহারে গ্রিজ এবং তেল খুব সহজে দূর হয়ে যায়। তাই চিমনি পরিষ্কারে বেকিং সোডা ব্যবহার করতে পারি আমরা৷
ডিশওয়াশিং লিকুউড
ডিসওয়াশিং লিকুউডে সার্ফের মতো ডিটারজেন্ট উপাদান থাকে যা চিমনির ফিল্টারে জমে থাকা গ্রিজ এবং তেল খুব সহজে বের করে দিতে পারে।
আরও পড়ুন : পা ভরে গিয়েছে কালো দাগ-ছোপে? এই নিয়মগুলি মানলে নিমেষে আপনার পদযুগল হয়ে উঠবে উজ্জ্বল
ভিনিগার
advertisement
চিমনি পরিষ্কার করতে ভিনিগারও ব্যবহৃত হয়৷ এটিতে কীটনাশক উপাদান থাকে যা দাগ-ছোপের সঙ্গে পোকামাকড়ও দূর করতে পারে।
কস্টিক সোডা
কস্টিক সোডা দিয়েও চিমনি খুব সহজে পরিষ্কার করা যায়৷ এতে চিমনি জমা নোংরা সহজে দূর হয়ে যায়।
বেকিং পাউডার ও ভিনিগার
বেকিং পাউডারের মাধ্যমেও সহজে চিমনিতে জমে থাকা নোংরা খুব ভাল ভাবে পরিষ্কার করা যায়৷ বেকিং পাউডার এবং ভিনিগারের মিশ্রণ দিয়েও আমরা চিমনি পরিষ্কার করতে পারি।
advertisement
ডিটারজেন্ট
গরম জলে ডিটারজেন্ট এবং বাসন ধোয়ার লিকুউড মিশিয়ে চিমনিকে ঝকঝকে করে তুলতে পারি আমরা৷
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2022 2:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চ্যাটচ্যাটে চিমনি পরিষ্কার করুন মাত্র ২০ টাকায়, লোক ডাকার দরকারই হবে না! জানুন কীভাবে