পেটের যে কোনও রোগে মুহূর্তেই মুক্তি দেবে কালমেঘ

কালমেঘ পাতা ৷ সংগৃহীত ছবি ৷

কালমেঘ পাতা ৷ সংগৃহীত ছবি ৷

অনিয়মিত খাবার দাবার, ঘুমের অভাব, মাত্রাতিরিক্ত জাঙ্কফুড এই সব কিছুর বশে এসে আমরা হারিয়ে ফেলছি জীবনে স্বাভাবিক ছন্দ

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: বর্তমানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে আমরা শরীরের প্রতি নজর দিতে পারিনা সম্পূর্ণ ৷ অনিয়মিত খাবার দাবার, ঘুমের অভাব, মাত্রাতিরিক্ত জাঙ্কফুড এই সব কিছুর বশে এসে আমরা হারিয়ে ফেলছি জীবনে স্বাভাবিক ছন্দ ৷ এর ফলেই আমরা বিভিন্ন রোগের শিকার হয়ে থাকি ৷

    আরও পড়ুন  : রোজকার ব্যস্ততার জীবনে ভুলতে বসেছেন রূপচর্চা, এই ভুল একদম নয়

    তবে এই গুলি সমস্যা ঠিক নয় সমস্যার উপসর্গ মাত্র ৷ প্রতিদিনের জীবনে যদি একটু নিয়ম মেনে চলা যায় তো মুক্তি পাওয়া যাবে সব রোগ থেকে ৷ হাতের কাছে যদি কলামেঘ থাকে এই কালমেঘের অপার গুণ ৷ প্রতিদিন কালমেঘের রস খেলে মিটতে পারে একাধিক শারীরিক সমস্যা ৷ কালমেঘের রস যকৃত ভাল রাখে, বিভিন্ন ধরনের ভাইরাল ফিভারের হাত থেকে রক্ষা করে থাকে, হজম শক্ত বাড়িয়ে তোলে কয়েক গুণ, গ্যাস-অম্বল দূর করে, রক্ত পরিস্রুত করে থাকে কালমেঘ ৷

    এছাড়াও ডাইরিয়া, কলেরা, ছাড়াও যেকোনও পেটের রোগে উপশম কালমেঘের জুড়িমেলা ভার ৷ ক্লান্তি নিমেষে দূর করে কালমেঘ ৷ কালমেঘের দাম এমন কিছু নয় আমরা ইচ্ছা করলেই সহজেই পেতে পারি ৷ বিশেষত গ্রাম বাংলার দিকে অতি সহজেই এদিক ওদিক তাকালেই পাওয়া যায় ৷ কখনই অবহেলা করবেন না এই সামন্য গাছের পাতাকে কেননা দেখতে সামান্য হলেও কাজে অসামান্য ৷

    First published:

    Tags: Appetite, Blood Pressure, Diabetics, Kalmegh, Liver function, Values