পেটের যে কোনও রোগে মুহূর্তেই মুক্তি দেবে কালমেঘ

Last Updated:

অনিয়মিত খাবার দাবার, ঘুমের অভাব, মাত্রাতিরিক্ত জাঙ্কফুড এই সব কিছুর বশে এসে আমরা হারিয়ে ফেলছি জীবনে স্বাভাবিক ছন্দ

#কলকাতা: বর্তমানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে আমরা শরীরের প্রতি নজর দিতে পারিনা সম্পূর্ণ ৷ অনিয়মিত খাবার দাবার, ঘুমের অভাব, মাত্রাতিরিক্ত জাঙ্কফুড এই সব কিছুর বশে এসে আমরা হারিয়ে ফেলছি জীবনে স্বাভাবিক ছন্দ ৷ এর ফলেই আমরা বিভিন্ন রোগের শিকার হয়ে থাকি ৷
তবে এই গুলি সমস্যা ঠিক নয় সমস্যার উপসর্গ মাত্র ৷ প্রতিদিনের জীবনে যদি একটু নিয়ম মেনে চলা যায় তো মুক্তি পাওয়া যাবে সব রোগ থেকে ৷ হাতের কাছে যদি কলামেঘ থাকে এই কালমেঘের অপার গুণ ৷ প্রতিদিন কালমেঘের রস খেলে মিটতে পারে একাধিক শারীরিক সমস্যা ৷ কালমেঘের রস যকৃত ভাল রাখে, বিভিন্ন ধরনের ভাইরাল ফিভারের হাত থেকে রক্ষা করে থাকে, হজম শক্ত বাড়িয়ে তোলে কয়েক গুণ, গ্যাস-অম্বল দূর করে, রক্ত পরিস্রুত করে থাকে কালমেঘ ৷
advertisement
advertisement
এছাড়াও ডাইরিয়া, কলেরা, ছাড়াও যেকোনও পেটের রোগে উপশম কালমেঘের জুড়িমেলা ভার ৷ ক্লান্তি নিমেষে দূর করে কালমেঘ ৷ কালমেঘের দাম এমন কিছু নয় আমরা ইচ্ছা করলেই সহজেই পেতে পারি ৷ বিশেষত গ্রাম বাংলার দিকে অতি সহজেই এদিক ওদিক তাকালেই পাওয়া যায় ৷ কখনই অবহেলা করবেন না এই সামন্য গাছের পাতাকে কেননা দেখতে সামান্য হলেও কাজে অসামান্য ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পেটের যে কোনও রোগে মুহূর্তেই মুক্তি দেবে কালমেঘ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement