Kalipuja 2024: গঙ্গার ধারে প্রাচীন এই মা অভয়া! কালী মায়ের কাহিনি অবাক করবে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Kalipuja 2024: গঙ্গা পাড়ের প্রাচীন মা অভয়া! কালীপুজোতে মেতে ওঠেন মানুষ! এই মায়ের অজানা গল্প জানলে অবাক হবেন
উত্তর ২৪ পরগনা: দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর অবিকল মূর্তিই যেন রয়েছে গঙ্গার পারেই এই দেবী মায়ের! যা অভয়ার মূর্তি নামে পরিচিত। মন্দিরে বংশানুক্রমিক ভাবে চলে আসা পুরোহিত রাজা শংকর রায় ওরফে রাজু ভাইয়ের মুখে শোনা যায়, প্রাচীন এই মন্দির প্রতিষ্ঠা হয় ১৮১৯ নাগাদ। তখন এই এলাকায় কোনও মন্দিরই ছিল না। মূর্তিটি কষ্টি পাথর দিয়ে তৈরি। বহু মহাপুরুষ থেকে শুরু করে গঙ্গা বক্ষ দিয়ে যাওয়া মানুষজন এই মাকে এসে দর্শন করে প্রণাম করে যেতেন।
তবে বর্তমান যে মন্দির, অতীতে তেমন ছিল না। জঙ্গলের মধ্যে করিবর্গার ছোট্ট কুটিরেই থাকতো মা অভয়া। পাশেই আড়িয়াদহ শ্মশান। তার কথায়, এই মাকে একা দেখলে অবয়ব পাল্টায়। মনে হয় কখনও হাসছেন, কখনও গম্ভীর রয়েছেন এরকমই উপলব্ধি হয়।
advertisement
advertisement
প্রাচীন কাল থেকেই বংশপরম্পরায় এই মূর্তির পুজো করে আসছেন রাজা শংকর রায় ওরফে সকলের পরিচিত রাজু ভাই। আজও গঙ্গার পাড়ে, আড়িয়াদহ খেয়াঘাট এলাকায় গেলেই দেখতে পারবেন মা অভয়ার মন্দির। মন্দিরটি দেখলেই প্রাচীনকালের ছাপ স্পষ্ট চোখে ধরা পড়বে। সারা বছরই এই মা-র কাছে আসেন ভক্তরা।
Rudra Narayan Roy
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2024 4:18 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kalipuja 2024: গঙ্গার ধারে প্রাচীন এই মা অভয়া! কালী মায়ের কাহিনি অবাক করবে