JN.1 Covid Variant: ফের আসছে করোনা অতিমারির ঢেউ? কতটা ভয়ঙ্কর JN.1 Covid Variant? জানুন ডাক্তারের মত
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
JN.1 Covid Variant: সংক্রমণ ছড়াচ্ছে জীবাণুর নতুন উপরূপ জেএন.১। কিন্তু কতটা ভয়ঙ্কর এই নতুন ভ্যারিয়্যান্ট?
মুম্বই: বড়দিনের আনন্দ এবং নতুন বছরকে স্বাগত জানানোর হুল্লোড়ের মাঝেই চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন আতঙ্ক। সংক্রমণ ছড়াচ্ছে জীবাণুর নতুন উপরূপ জেএন.১। কিন্তু কতটা ভয়ঙ্কর এই নতুন ভ্যারিয়্যান্ট? সেই আতঙ্কে অনেকটাই আশ্বস্ত করলেন ডাক্তার গৌতম বনশালী।
বম্বে হাসপাতালের এই ডাক্তারের কথায়, ‘‘ওমিক্রন উপরূপ পরিবারের অংশ জেএন.১ ভ্যারিয়্যান্ট মৃদু জীবাণু। সাধারণ ফ্লু বা ভাইরাল জ্বরের মতোই এই জীবাণুকে উদ্বিগ্ন হওয়ার কিছু হয়নি। কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তেই পারে। কিন্তু নতুন কোনও অতিমারির ঢেউ এখনই আসবে না।’’
#WATCH | Mumbai: On the new JN.1 variant, Dr. Gautam Bhansali, consultant physician at Bombay Hospital, says, “JN.1 is a family of the omicron variant, which is a very mild variant. It is just like the common flu or viral fever, there is nothing to worry about. There might be a… pic.twitter.com/QZK5ROJdEf
— ANI (@ANI) December 22, 2023
advertisement
advertisement
ডাক্তার বনশালীর মতে বিশ্ব জুড়ে ওমিক্রন ভ্যারিয়্যান্ট ভয়াবহ হয়ে উঠলেও ভারতে আক্রান্তরা সহজেই বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠেছেন। কারণ অন্তত ৮০ শতাংশ দেশবাসীকে করোনা টিকার দু’টি ডোজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ফিরল কোভিড আতঙ্ক! চিনুন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্টের উপসর্গ, নিজেকে বাঁচানোর উপায় জানুন
অতিমারি আবার সক্রিয় হয়ে উঠলে টিকাকরণই মূল ত্রাতার ভূমিকা নেবে বলে মনে করেন এই অভিজ্ঞ ডাক্তার। করোনা ভাইরাসের নতুন উপরূপ মৃদু হলেও শিশু, প্রবীণ মানুষ এবং যাঁদের কো মর্বিডিটি আছে, তাঁদের সাবধানে থাকতে হবে বলেই অভিমত তাঁর। রোগ প্রতিরোধ শক্তি দুর্বল হলে বিশেষ সতর্কতা নিতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2023 2:06 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
JN.1 Covid Variant: ফের আসছে করোনা অতিমারির ঢেউ? কতটা ভয়ঙ্কর JN.1 Covid Variant? জানুন ডাক্তারের মত










