Shiva Temple: বনপথে ঢল নামে ভক্তদের, জয়ন্তী পাহাড়ে ব্যাঘ্র প্রকল্পের গভীরে জাগ্রত শৈব তীর্থস্থানে পুণ্যার্থীদের সমাগম

Last Updated:

Shiva Temple: আলিপুরদুয়ার জেলার অন্যতম সুন্দর স্থান জয়ন্তী। পাহাড় ও জঙ্গলে ঘেরা এই স্থান পর্যটকদের মনে সবসময় বিরাজ করে। এই স্থানেই রয়েছে উত্তরবঙ্গের  অন্যতম শিবতীর্থ জয়ন্তীতে।মহাকাল ধামে পুজো দিতে আসেন দূর দুরান্তের পর্যটকরা।

+
মহাকাল

মহাকাল ধাম

অনন্যা দে, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার অন্যতম সুন্দর স্থান জয়ন্তী। পাহাড় ও জঙ্গলে ঘেরা এই স্থান পর্যটকদের মনে সবসময় বিরাজ করে। এই স্থানেই রয়েছে উত্তরবঙ্গের অন্যতম শিবতীর্থ জয়ন্তীতে। মহাকাল ধামে পুজো দিতে আসেন দূর দূরান্তের পর্যটকরা।
ভুটান প্রশাসন ও আলিপুরদুয়ার জেলা প্রশাসন সবসময় এই এলাকাটির দিকে নজর রাখেন। প্রতিবছর শিবরাত্রি উপলক্ষে জয়ন্তী মহাকাল ধামে কয়েক লক্ষ ভক্তবৃন্দের সমাগম হয়।তবে শিবরাত্রি বাদেও পর্যটকরা আসেন এই স্থানে। সাধু ও সন্ন্যাসীদের যাতায়াত সব সময় লেগে থাকে জয়ন্তী মহাকালধামে। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতর দিয়ে কয়েক কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে যাওয়ার পর প্রতিবেশী দেশ ভুটান পাহাড়ের জয়ন্তী মহাকাল ধাম দর্শন করা যায়।
advertisement
আরও পড়ুন : দরজার পিছনে জামাকাপড় ঝুলিয়ে রাখেন? চরম বিপদ ডেকে আনছেন! পথের সর্বস্বান্ত ফকির হয়ে যাবেন! নিজের পায়ে কোপ মারার আগে জানুন বাস্তু টিপস
দর্শনার্থীদের সুবিধার্থে জয়ন্তী নদী থেকে মহাকাল পর্যন্ত যাওয়ার অস্থায়ী সড়ক নির্মাণ করেছে আলিপুরদুয়ার জেলা পরিষদ।তবে এই এলাকায় এলে শুধু অনুভব করতে হবে প্রকৃতিকে। বন দফতরের পক্ষ থেকে নিষিদ্ধ রয়েছে কোনও প্রকার সাউন্ড বক্স, ডিজে ও প্লাস্টিক ব্যবহার।  দর্শনার্থীরা আসেন জয়ন্তী নদী, পাহাড়ি রাস্তা পার করে ভুটান পাহাড়ে স্থিত মহাকাল মন্দিরে পুজো দিতে। তাঁদের কথা মাথায় রেখে সহজে যাতে দর্শনার্থীরা এবং যান চলাচল করতে পারেন সে জন্য নদীপথে তৈরি হচ্ছে প্রায় চার কিলোমিটার অস্থায়ী রাস্তা।
advertisement
advertisement
জয়ন্তী মহাকাল ধামের সেবায়তের কথায়, জয়ন্তী মহাকাল ধাম যেখানে রয়েছে সেখানে পাহাড় আকার নিয়েছে শিবের জটার ন্যায়। শুধু শিব নয়, গণেশ ও শক্তি পুজো হয় পাহাড়ের গুহায়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shiva Temple: বনপথে ঢল নামে ভক্তদের, জয়ন্তী পাহাড়ে ব্যাঘ্র প্রকল্পের গভীরে জাগ্রত শৈব তীর্থস্থানে পুণ্যার্থীদের সমাগম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement