লকডাউনে বাড়ছে চুল, কীভাবে হবে স্টাইল? জানাবেন খোদ জাভেদ হাবিব, প্রতিদিন বিকেল ৫টায়!

Last Updated:
#কলকাতা: লকডাউনে চুল বেড়েছে৷ কিন্তু সেই চুল কাটার লোক কোথায়? দামী স্যাঁলো থেকে পাড়ার সেলুন, সবই তো বন্ধ৷ উপায় না পেয়ে সঙ্গীর চুল কাটা শুরু করেছেন অনেকে৷ কিন্তু তাতেও কি মন ভরে! আপনার মনের কথা শুনে তাই হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব প্রতিদিন নিয়ম করে বিকেল ৫টায় আসছেন লাইভে৷ অনলাইন শেখাচ্ছেন কীভাবে চুল কাটবেন৷ লকডাউনে সুন্দর থাকার হাজারো টিপস দিচ্ছেন তিনি৷
লকডাউনের মানে কি আর বোঝে না চুল! নিয়ম মাফিক তা বেড়েই চলেছে৷ যার ফলে বজায় থাকছে না সৌন্দর্য্য৷ নেই কোন উপায়, তাই এক মাথা চুল নিয়ে সকলেই বিরক্ত হচ্ছেন৷ কখনও আবার বাড়িতে হেয়ার কাটিং-এর চেষ্টা চলছে ঠিকই৷ কিন্তু তা কি মন পসন্দ স্যালোঁর মতো হয়? বিরাট কোহলির চুল কাটছেন অনুষ্কা৷ বা বান্ধবী পত্রলেখার চুল কেটে দিচ্ছেন অভিনেতা রাজকুমার রাও৷ কিন্তু সে তো উপায় না থাকায় চলছে এমন কাজ৷ তা কি আর বিশেষজ্ঞের সঙ্গে তুলনা হয়? তাই তো সকলের স্বার্থে হাজির জাভেদ হাবিব৷ তার থেকে শিখুন কীভাবে নিজেকে বা আপনার সঙ্গীকে দেবেন সুন্দর হেয়ারকাট!
advertisement
নিউজ ১৮ সঙ্গে একটি সাক্ষাৎ-এ তিনি জানিয়ে দেন যে বাড়িতে থাকলে সুন্দর হতে পারে আপনার ত্বক-চুল৷ কীভাবে সেটা করবেন, জানুন বিশেষজ্ঞের থেকেই৷
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
লকডাউনে বাড়ছে চুল, কীভাবে হবে স্টাইল? জানাবেন খোদ জাভেদ হাবিব, প্রতিদিন বিকেল ৫টায়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement