Miyazaki Mango: ছাদে হবে 'সোনার' আম ফলন, জাপানের লক্ষাধিক টাকার মিয়াজাকিতে উপচে পড়বে ডাল, জেনে নিন কীভাবে

Last Updated:

কিনবেন কেন ? বাড়িতেই বসিয়ে ফেলুন লক্ষাধিকের মিয়াজাকি, ধরবে প্রচুর আম !

+
মিয়াজাকি

মিয়াজাকি

পূর্ব বর্ধমান: জাপানে লক্ষাধিক টাকা কেজি যে আম, সেই আম হবে এবার বাড়ির মধ্যেই। নিশ্চয় বুঝতে পেরেছেন যে মিয়াজাকি আমের কথাবলা হচ্ছে। মিয়াজাকি আম নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। অনেকেই এই আমের চাষও শুরু করেছেন। তবে যদি জায়গার অভাব থাকে তাহলে আর চিন্তার কোনও কারণ নেই। বাড়ির ছাদে অথবা ব্যালকনিতেই বসাতে পারবেন লক্ষাধিক টাকা কেজির মিয়াজাকি আম। ছোট্ট গাছের মধ্যেই ধরবে একঝাঁক আম। সেরকমই এক দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমানের উপবন নার্সারিতে।
এখানে অনেক মিয়াজাকি আমের চারা রয়েছে। তারই মধ্যে কিছু গাছে ধরে রয়েছে লাল রঙের মিয়াজাকি। গাছের উচ্চতাও অনেক কম, তবে ফলন কিন্তু বেশ ভাল। নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা জানিয়েছেন, “এখানে আমার স্বাদও বেশ অনন্য। ফলনও ভালই হচ্ছে। অনেকেই আসছেন চারা কিনে নিয়ে যাচ্ছেন। আম ধরে রয়েছে অনেকে দেখতেও আসছেন।” শুধু খাদ্যচাহিদা পূরণ নয়, শখের বসেও বাড়ির মধ্যে বিদেশি মিয়াজাকি আমের চারা লাগানো যেতে পারে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এই গাছ এতটাই ফলপ্রসূ যে ফলনের পরিমাণ দেখে যে কেউ অবাক হতে বাধ্য হবেন। পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ ঝামেলা নেই, সামান্য যত্ন নিলেই সুস্বাদু ও পুষ্টিকর আম পাওয়া সম্ভব। এখন ২০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের আম গাছের চারা পাওয়া যাচ্ছে।
advertisement
বিশেষ আকর্ষণ হিসেবে বর্তমানে মুকুল ও আম ধরেছে এমন চারা গাছও বিক্রির জন্য রাখা হয়েছে, অর্থাৎ এই সময় গাছ কিনলে এই মরশুমেই আমের স্বাদ উপভোগ করা সম্ভব। ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে বহু মানুষ দেশি ও বিদেশি প্রজাতির আম গাছের চারা কিনতে ভিড় জমাচ্ছেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Miyazaki Mango: ছাদে হবে 'সোনার' আম ফলন, জাপানের লক্ষাধিক টাকার মিয়াজাকিতে উপচে পড়বে ডাল, জেনে নিন কীভাবে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement