এবার চিলেকোঠায় জমবে জামাইয়ের পেটপুজো !

Last Updated:
#কলকাতা: জামাই আদরে যেন কমতি না পরে ৷ তাই পাত পেরে জামাইয়ের পেট পুজোয় নতুন স্বাদ আনতে তৎপর মেয়ের মা-বাবারা ৷ কচু শাক থেকে ইলিশ ৷ চিংড়ি থেকে ভেটকির পাতুরি ৷ মাছের মাথার ডাল থেকে ঝুড়ি আলুভাজা ৷ শেষপাতে জামাইকে খুশি করতে তো মিষ্টিটাও দিতে হবে ! ভাবছেন কীভাবে করবেন এই আয়োজন? নো চিন্তা ৷ বরং এবার ট্রেন্ডটাই বদলে ফেলুন, জামাইবাবাজিকে বাড়িতে না খাইয়ে, বরং সোজা নিয়ে যান রেস্তোরাঁয় ! আর রেস্তোরাঁ মানেই এবার একেবারে বাঙালি রসনায় ঠাসা চিলেকোঠা !
হ্যাঁ, দক্ষিণ কলকাতার ‘চিলেকোঠা’ রেস্তোরাঁতে মিলবে এবার জামাইষষ্ঠীর স্পেশাল খানাপিনা ৷ যা কিনা বাঙালির রসনাকে উসকে দেবে চট করে ৷ তা কী কী মিলবে চিলেকোঠার অন্দরে?
4
advertisement
জামাইষষ্ঠীর স্পেশাল মেন্যুর নাম ‘Maach Mango More...’ ৷ আর এই মেন্যু তৈরি হয়েছে শুধুই আম ব্যবহার করে ৷ যেমন, আম কালাকাঁদ, আম ক্ষীর, আম চিতল, পাবদা টক ঝাল, ইলিশ আম তেল, রসকলি মুরগি, আম কাসুন্দি মটন, আমসত্ত পনির, ভেজ পকোড়া, আম আঙুর, চাটনি ৷
advertisement
2
রয়েছে ষষ্ঠী স্পেশাল থালিও ৷ যার মধ্যে থাকছে ওয়েলকাম ড্রিঙ্ক, ৫ রকম ভাজা, তরকারি ডাল, পোলাও, সবজি, ভেটকি পাতুরি, ইলিশ আম তেল, পাথর কষা মটন, আম আঙুর চাটনি, আম ক্ষীর ৷ দাম পড়বে ১১৫০ টাকা (ট্যাক্স ব্যতিত) ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এবার চিলেকোঠায় জমবে জামাইয়ের পেটপুজো !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement