Foods with Jaggery: শীতের রোগ থাকবে দূরে! শুধু গুড়ের সঙ্গে খান এই খাবারগুলি

Last Updated:

Foods with Jaggery: আসুন, দেখে নিই কোন কোন জিনিস গুড়ের সঙ্গে মিশিয়ে খেলে ভাল ফল পাওয়া যায়

শীতে আমাদের আহারবিলাসে কমবেশি গুড় থাকেই৷ আয়ুর্বেদ মতে শীতে মরশুমি রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে গুড়৷ কিন্তু জানেন কি গুড়ের সঙ্গে কিছু জিনিস মিশিয়ে খেলে ফল আরও কয়েক গুণ বেশি হয়? আসুন, দেখে নিই কোন কোন জিনিস গুড়ের সঙ্গে মিশিয়ে খেলে ভাল ফল পাওয়া যায়৷
মধু :
মধুর সঙ্গে গুড় মিশিয়ে খেতে পারেন৷ মনে করা হয় এতে রোগ মোকাবিলা শক্তি বেড়ে যায় কয়েক গুণ৷ বৃদ্ধি পায় হিমোগ্লোবিনের মাত্রা৷ এই মিশ্রণের অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে৷
advertisement
তুলসি :
তুলসির ওষধি গুণ প্রচুর৷ তার সঙ্গে গুড় মিশলে আরও জোরদার হয় ক্ষমতা৷ শীতে খেতে পারেন তুলসির নির্যাস ও গুড়ের তৈরি চা৷
advertisement
আখ:
গুড় ও আখের যুগলবন্দি দীর্ঘ দিনের পরিচিত৷ প্রয়োজনীয় পুষ্টি ও অ্যান্টিঅক্সিড্যান্টের যোগান আসে এই কম্বিনেশন থেকে৷ আখ ও গুড় একসঙ্গে খেলে শরীরে আয়রনের যোগান বাড়ে৷ রক্ত পরিশুদ্ধ থাকে৷ শরীরের রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয়৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Foods with Jaggery: শীতের রোগ থাকবে দূরে! শুধু গুড়ের সঙ্গে খান এই খাবারগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement