Offbeat: শিক্ষিকার চাকরি ছেড়ে মৎস্যকন্যা হয়ে জীবন উপভোগ করছেন এই তরুণী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Offbeat:বাড়ির কাছের এক সৈকতে পেশাদার মারম্যান বা মৎস্যপুরুষকে দেখতে পান৷ এর পরই তাঁর জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মারমেডিং
রূপকথার গল্প যেন উঠে এল বাস্তবের মাটিতে। মারমেইড বা মৎস্যকন্যাদের ডাকে সাড়া দিতে চাকরি ছাড়লেন ইতালির এক শিক্ষিকা৷ ঘটনার সূত্রপাত অতিমারি পর্বে৷ তারও আগে ২০১৬ সালে শিক্ষাবিদ মস গ্রিন টরকে, ডেভন থেকে চলে আসেন সিসিলিতে৷ স্কুলে ইংরেজি পড়াতে৷ তখন আর কে ভেবেছিল এর পর তাঁর জীবন পাল্টে যাবে আকাশপাতাল৷ মসের দাবি, তিনি বাড়ির কাছের এক সৈকতে পেশাদার মারম্যান বা মৎস্যপুরুষকে দেখতে পান৷ এর পরই তাঁর জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মারমেডিং৷
প্রকৃতি এবং সমুদ্রের সঙ্গে অদ্ভুত আত্মিক যোগাযোগ অনুভব করেন তিনি৷ তার পরই মনের মধ্যে জেগে ওঠে অভিযানের নেশা এবং পেশাদার মারমেড বা মৎস্যকন্যা হয়ে ওঠার আকর্ষণ৷ তাঁর প্রথম অভিজ্ঞতাই ছিল অত্যন্ত রোমাঞ্চকর, জানিয়েছেন মস৷ মারমেড টেইল লাগিয়ে সাঁতার কাটার মুহূর্তে তিনি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন৷ দু’ বছর পর নিজের নেশাকেই পেশা বানিয়ে ফেললেন তিনি৷ কাছের শহর ল্যাম্পেদেউসা থেকে অফার আসে সৈকতে মারমেড বা মৎস্যকন্যা সাজার৷
advertisement
এর পর নতুন পথে পা রাখতে গিয়ে শিখেছেন একের পর এক নতুন শৈলী৷ কষ্টও কিছু কম করেননি৷ শিখেছেন কী করে জলের নীচে দীর্ঘ ক্ষণ শ্বাস ধরে রাখতে হয় নিখুঁত করে তোলেন ডাইভিং দক্ষতা৷ আয়ত্ত করেন আরও রোমাঞ্চকর কসরতের খুঁটিনাটি৷ স্বীকার করেছেন তাঁর নতুন কাজে বেতন কমে গিয়েছে অনেকটাই৷ কিন্তু এর থেকে বেশি সুখী তিনি আগে হননি, জানিয়েছেন সে কথাও৷
advertisement
advertisement
গরমকালে তিনি মারমেড সাজেন৷ দিনে ১২ ঘণ্টা মৎস্যকন্যার সাজে নৌকোসফর করেন পর্যটকদের সঙ্গে৷ শিখিয়ে দেন কী করে সামুদ্রিক প্রাণীদের দক্ষতায় সাঁতার কাটতে হয় সমুদ্রে৷ সচেতন করে তোলেন সামুদ্রিক জীবজগত নিয়েও৷ বোঝান সমুদ্র এবং লাগোয়া সৈকত পরিষ্কার রাখা কত জরুরি৷
যখন প্রথম বার স্কটল্যান্ডে মারমেড হিসেবে আত্মপ্রকাশ করেন, তখন ছিল ঠান্ডার মরশুম৷ জল প্রায় হিমায়িত৷ উত্তেজনায় ভুলেই গিয়েছিলেন সে কথা৷ মৎস্যকন্যা হিসেবে নিজের দক্ষতা আরও নিপুণ করে তোলার জন্য ক্রমাগত অনুশীলন ও পরিমার্জন করে গিয়েছেন তিনি৷ শ্বাস ধরে রাখা, গভীর সমুদ্রে ঝাঁপ দেওয়া, জলের ঘূ্র্ণিতে নিজেকে মিশিয়ে দেওয়া, সাগরে ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে চিতসাঁতার কাটা-একে একে শিখে নিয়েছেন সব কিছু৷ অতীতের শিক্ষিকা মৎস্যকন্যা হয়ে দিব্যি আছেন নতুন জীবনে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 2:33 PM IST