হোম /খবর /লাইফস্টাইল /
কোভিড মোকাবিলায় আয়রন সমৃদ্ধ এই খাবারগুলি ডায়েটে রাখতেই হবে

Corona Virus : কোভিড মোকাবিলায় আয়রন সমৃদ্ধ এই খাবারগুলি ডায়েটে রাখতেই হবে

ফাইল ছবি

ফাইল ছবি

তৃতীয় তরঙ্গের (Corona Virus Third Wave) চোখরাঙানির আগে আমাদের অনেকেরই হয়তো টিকা নেওয়া সম্পূর্ণ ৷ কিন্তু তার পরও খাদ্যতালিকা এমন রাখতে হবে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা অটুট থাকে ৷

  • Last Updated :
  • Share this:

করোনা ভাইরাসের সঙ্গে যুঝতে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই প্রয়োজনীয় ৷ অতিমারির সূত্রপাত থেকে আজ পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ৷

তৃতীয় তরঙ্গের চোখরাঙানির আগে আমাদের অনেকেরই হয়তো টিকা নেওয়া সম্পূর্ণ ৷ কিন্তু তার পরও খাদ্যতালিকা এমন রাখতে হবে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা অটুট থাকে ৷ প্রকৃতির ভাণ্ডার থেকে বেছে নিন এই সহজলভ্য আয়রনসমৃদ্ধ খাবারগুলি, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্ভেদ্য হয় ৷

পালংশাক:

পালংশাককে আয়রনের উৎস হিসেবে সেরা খাবার বলে মনে করা হয় ৷ রোগ প্রতিরোধের ক্ষেত্রে এই শাক অতুলনীয় ৷ আয়রন ছাড়াও আছে সোডিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস ৷ রক্তে হিমোগ্লোবিন বাড়ানো থেকে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলার জন্য পালংশাক খুবই কার্যকর ৷

শুকনো ফল :

কিশমিশ, ডুমুর-সহ সব শুকনো ফল বা Dry Fruits আয়রনসমৃদ্ধ ৷ দেহে আয়রনের অভাব দূর করতে এরা জুড়িহীন ৷ ডায়েটে নিয়মিত রাখুন ড্রাই ফ্রুটস ৷

ডাল:

ভারতীয় খাবারের অন্যতম অংশ ডালের গুণের শেষ নেই ৷ অন্যান্য উপাদানের সঙ্গে ডালে মজুত প্রচুর আয়রন ৷ রান্না করা এক কাপ ডালে ৬ মিলিগ্রাম অবধি আয়রনের যোগান দিতে পারে ৷ যা আমাদের দৈনিক প্রয়োজনীয় আয়রনের ৩৭% ৷

সয়াবিন:

আয়রনে সমৃদ্ধ সয়াবিন ৷ ১০০ গ্রাম কাঁচা সয়াবিনে ১৫.৭ মিলিগ্রাম অবধি আয়রন থাকে ৷ সয়াবিন অনেক ভাবেই খাওয়া যায় ৷ চেষ্টা করুন ডায়েটে যত বেশি সম্ভব সয়াবিন রাখার ৷

আলু:

বাঙালি রান্নায় আলু অপরিহার্য ৷ আলুতেও প্রচুর আয়রন থাকে ৷ একটি আলু ৩.২ মিলিগ্রাম অবধি আয়রনের যোগান দেয় ৷ সেইসঙ্গে ফাইবার, ভিটামিন সি, বি-সিক্স এবং পটাশিয়ামের উৎস হিসেবেও আলু গুরুত্বপূর্ণ ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Coronavirus, COVID19, Iron rich food