Corona Virus : কোভিড মোকাবিলায় আয়রন সমৃদ্ধ এই খাবারগুলি ডায়েটে রাখতেই হবে

Last Updated:

তৃতীয় তরঙ্গের (Corona Virus Third Wave) চোখরাঙানির আগে আমাদের অনেকেরই হয়তো টিকা নেওয়া সম্পূর্ণ ৷ কিন্তু তার পরও খাদ্যতালিকা এমন রাখতে হবে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা অটুট থাকে ৷

করোনা ভাইরাসের সঙ্গে যুঝতে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই প্রয়োজনীয় ৷ অতিমারির সূত্রপাত থেকে আজ পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ৷
তৃতীয় তরঙ্গের চোখরাঙানির আগে আমাদের অনেকেরই হয়তো টিকা নেওয়া সম্পূর্ণ ৷ কিন্তু তার পরও খাদ্যতালিকা এমন রাখতে হবে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা অটুট থাকে ৷ প্রকৃতির ভাণ্ডার থেকে বেছে নিন এই সহজলভ্য আয়রনসমৃদ্ধ খাবারগুলি, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্ভেদ্য হয় ৷
পালংশাক:
advertisement
পালংশাককে আয়রনের উৎস হিসেবে সেরা খাবার বলে মনে করা হয় ৷ রোগ প্রতিরোধের ক্ষেত্রে এই শাক অতুলনীয় ৷ আয়রন ছাড়াও আছে সোডিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস ৷ রক্তে হিমোগ্লোবিন বাড়ানো থেকে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলার জন্য পালংশাক খুবই কার্যকর ৷
advertisement
শুকনো ফল :
কিশমিশ, ডুমুর-সহ সব শুকনো ফল বা Dry Fruits আয়রনসমৃদ্ধ ৷ দেহে আয়রনের অভাব দূর করতে এরা জুড়িহীন ৷ ডায়েটে নিয়মিত রাখুন ড্রাই ফ্রুটস ৷
ডাল:
ভারতীয় খাবারের অন্যতম অংশ ডালের গুণের শেষ নেই ৷ অন্যান্য উপাদানের সঙ্গে ডালে মজুত প্রচুর আয়রন ৷ রান্না করা এক কাপ ডালে ৬ মিলিগ্রাম অবধি আয়রনের যোগান দিতে পারে ৷ যা আমাদের দৈনিক প্রয়োজনীয় আয়রনের ৩৭% ৷
advertisement
সয়াবিন:
আয়রনে সমৃদ্ধ সয়াবিন ৷ ১০০ গ্রাম কাঁচা সয়াবিনে ১৫.৭ মিলিগ্রাম অবধি আয়রন থাকে ৷ সয়াবিন অনেক ভাবেই খাওয়া যায় ৷ চেষ্টা করুন ডায়েটে যত বেশি সম্ভব সয়াবিন রাখার ৷
আলু:
বাঙালি রান্নায় আলু অপরিহার্য ৷ আলুতেও প্রচুর আয়রন থাকে ৷ একটি আলু ৩.২ মিলিগ্রাম অবধি আয়রনের যোগান দেয় ৷ সেইসঙ্গে ফাইবার, ভিটামিন সি, বি-সিক্স এবং পটাশিয়ামের উৎস হিসেবেও আলু গুরুত্বপূর্ণ ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Corona Virus : কোভিড মোকাবিলায় আয়রন সমৃদ্ধ এই খাবারগুলি ডায়েটে রাখতেই হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement