Offbeat: ৩৭ বছর বয়সি স্বামী দেখভাল করে ক্লান্ত! দ্বিতীয় পক্ষের বিয়ে থেকে মুক্তি ৮৩ বছরের বৃদ্ধার

Last Updated:

Offbeat:৩ বছরের দাম্পত্য শেষ হয়েছে৷ বিবাহবিচ্ছেদ করে ফের একাকী জীবনে ফিরে গিয়েছেন আইরিস৷

৩ বছরের দাম্পত্য শেষ হয়েছে
৩ বছরের দাম্পত্য শেষ হয়েছে
‘ব্রিটিশ ঠাকুমা’ হিসেবেই পরিচিত আইরিস জোনস৷ হাঁটুর বয়সি প্রেমিককে বিয়ে করে আলোড়ন তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ ৮৩ বছর বয়সি আইরিস সহবাস করতেন তাঁর ৩৭ বছর বয়সি স্বামী মহম্মদ ইব্রাহিমের সঙ্গে৷ ২০২০ সালে তাঁরা বিয়ে করেন৷ কিন্তু ৩ বছরের দাম্পত্য শেষ হয়েছে৷ বিবাহবিচ্ছেদ করে ফের একাকী জীবনে ফিরে গিয়েছেন আইরিস৷
চিররঙিন এই বৃদ্ধা জানিয়েছেন তাঁদের যৌনজীবন ছিল খুবই উপভোগ্য৷ কিন্তু হাঁটুর বয়সি স্বামীর দেখভাল করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি৷ তাঁর কথায়, ‘‘আমি ওর দেখাশোনা করতে করতে ক্লান্ত৷ রান্না, ঘরবাড়ি পরিষ্কার থেকে সবকিছু করতাম আমি৷’’
বিচ্ছেদের পর নিজের প্রাপ্তবয়স্ক ছেলেদের কাছে ফিরে গিয়েছেন বৃদ্ধা আইরিস৷ মিশরীয় টয়বয় প্রেমিক মহম্মদ ইব্রাহিমকে বিয়ে করার সিদ্ধান্ত ভুল ছিল৷ পরিবার পরিজনদের কথা শোনেননি বলে অনুতাপও করেন৷ বলেছেন তাঁর প্রথম স্বামীই ছিলেন শ্রেষ্ঠ সঙ্গী৷
advertisement
advertisement
আর বিয়ে করবেন না৷ জানিয়েছেন আইরিস৷ প্রাক্তন স্বামী মহম্মদকে ছাড়া তিনি ভাল আছেন বলে জানান৷ বলেছেন, ‘‘গত মাসেই আমি তাকে বাড়ি থেকে বার করে দিয়েছি৷ তার পর থেকে আমি তাকে দেখিনি৷ তার কথাও শুনিনি৷ সে সব জিনিস নিয়ে গিয়েছে সঙ্গে৷ কোথায় আছে, আমি কিচ্ছু জানি না৷ তবে আমার জীবনে সে আর ফিরে আসবে না, এটুকু অন্তত বলতে পারি৷ ’’ আপাতত পোষ্য বিড়ালই বৃদ্ধার সর্বক্ষণের সঙ্গী৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat: ৩৭ বছর বয়সি স্বামী দেখভাল করে ক্লান্ত! দ্বিতীয় পক্ষের বিয়ে থেকে মুক্তি ৮৩ বছরের বৃদ্ধার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement