Egg Balance: হাতের উলটো পিঠে ধরে রেখেছেন ১৮ টা ডিম! ভারসাম্যের খেলায় গিনেস রেকর্ড ছুঁলেন এই যুবক

Last Updated:

Guinness World Records: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নির্দেশিকা বলছে, ডিমগুলিকে ন্যূনতম পাঁচ সেকেন্ডের জন্য অন্য কোনও সমর্থন ছাড়াই ভারসাম্য (Egg balance) বজায় রাখতে হবে।

#নয়াদিল্লি: একটা পাথরের উপর আরেকটা পাথর রেখে সেটা নিজের হাতের উপর রেখে পাথরের ভারসাম্য বজায় রাখার খেল দেখিয়েছিলেন এক ব্যক্তি। সেই ভারসাম্যের খেলার ভিডিও ক্লিপ দেখে অনুপ্রাণিত হয়ে রেকর্ড (Guinness World Records) ছুঁলেন অন্য একজন। ইরানের বাসিন্দা ইব্রাহিম সাদেক (Ibrahim Sadeq) পাথর নয়, হাতে একের পর এক ডিম (Egg balance) রেখে কামাল দেখিয়েছেন। তাও আবার হাতের তালুতে নয়! হাতের উল্টোদিক দিয়ে ডিমের ভারসাম্য (Egg balance) বজায় রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record) গড়ার চেষ্টা করেছেন সাদেক। ডিমের সংখ্যা শুনলে তাক লেগে যাবে। ইরাকের নাসিরিয়ার ইব্রাহিম সাদেক ১৮ টি ডিমের ভারসাম্য (Egg balance) ধরে রেখে তাক লাগিয়েছেন।
advertisement
এর আগে ২০২০ সালের মে মাসে ১৮ টি ডিমের ভারসাম্য (Egg balance) বজায় রেখেছিলেন যুক্তরাজ্যের জ্যাক হ্যারিস। জ্যাক হ্যারিসের এই রেকর্ড ধরে ফেলেছেন সাদেক।
“এমন একটা রেকর্ড গড়ার সময় সাংঘাতিক রকমের ফোকাস থাকা দরকার যা অর্জন করা কঠিন,” বলেছেন সাদেক। এই রেকর্ড গড়ার প্রচেষ্টার প্রস্তুতির জন্য সপ্তাহে চারবার করে অনুশীলন করতেন সাদেক।
advertisement
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নির্দেশিকা বলছে, ডিমগুলিকে ন্যূনতম পাঁচ সেকেন্ডের জন্য অন্য কোনও সমর্থন ছাড়াই ভারসাম্য (Egg balance) বজায় রাখতে হবে।
“আমি সহজে ভারসাম্য ধরে রাখার এই যে শিল্প, তার পিছনের রহস্য কী বলতে পারব না। তবে আমি একতা জিনিসই বলতে পারি যে এর জন্য প্রচুর ধৈর্য, ​​মনোযোগ এবং প্রশান্তি প্রয়োজন। এছাড়াও নিজের শ্বাস-প্রশ্বাস সামলাতে সক্ষম হতে হবে। শ্বাস প্রশ্বাসের সঙ্গে দেহের ওঠা নামা ভারসাম্যকে প্রভাবিত করতে পারে,” গিনেসকে বলেন সাদেক।
advertisement
কিছুকাল আগেই, ইয়েমেনের মোহাম্মদ আবেলহামিদ মোহাম্মদ মুকবেল নামের এক ব্যক্তি একটার উপর একটা রেখে, এমন চারটি ডিমের ভারসাম্য (Egg balance) বজায় রেখেছিলেন তুরস্কে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Egg Balance: হাতের উলটো পিঠে ধরে রেখেছেন ১৮ টা ডিম! ভারসাম্যের খেলায় গিনেস রেকর্ড ছুঁলেন এই যুবক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement