ভারতীয় রান্না পেল বিশ্বজয়ের মুকুট! বিশ্বের সেরা খাবারের তালিকায় পঞ্চম স্থান! সবাইকে টেক্কা দিল কোন 'দুই' পদ?

Last Updated:

বাটার চিকেন , পানির টিক্কার মতো জিভে জল আনা সব ভারতীয় রান্না বিশ্বের দরবারে পঞ্চম শ্রেষ্ঠ স্থান অধিকার করে সমস্ত ভারতীয়দের মন জিতে নিল। indian cuisine ranked fifth in Taste Atlas Awards 2022

#নয়াদিল্লি: Taste Atlas Awards অনুসারে, ২০২২ সালের বিশ্বের সেরা খাবারের তালিকায় ভারত পঞ্চম স্থানে রয়েছে। দর্শকদের ভোটের উপর ভিত্তি করে সম্পূর্ণরূপে র্যাঙ্কিং হয়েছে। ভারতের খাবার শুধু নামে না বরং স্বাদে বিশ্ববিখ্যাত। এই খাবার এবং খাবারের প্রতি মানুষের অপরিসীম ভালোবাসা ভারতের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়কে একসূত্রে বেঁধে রেখেছে। আমাদের দেশে স্থানীয় এবং আঞ্চলিক দুই ধরণের খাবারই খুব বেশি জনপ্রিয়।
এমন নয় যে আমরা শুধু নিজেদের স্থানীয় রান্নায় বেশি পছন্দ করি, ভারতের মতো এত বড় দেশের ভিন্ন প্রান্তের ভিন্ন খাবারের স্বাদ আমাদের সেইদিকে টেনে নিয়ে যায়। খুবই আনন্দের সঙ্গে আমরা সেইসব রান্না উপভোগ করি। এখানেই শেষ নয়, ভারতীয় রান্নার জনপ্রিয়তা 'ভারতীয় রন্ধনশৈলী' নামে একটি বিশ্বব্যাপী স্বীকৃতিও পেয়েছে।
এই সেরার তালিকায় শীর্ষস্থানটি দখল করেছে ইতালি। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে গ্রীস ,স্পেন এবং জাপান। বাটার চিকেন , পানির টিক্কার মতো জিভে জল আনা সব ভারতীয় রান্না বিশ্বের দরবারে পঞ্চম শ্রেষ্ঠ স্থান অধিকার করে সমস্ত ভারতীয়দের মন জিতে নিল।
advertisement
advertisement
ভারত ৪.৪৫ পয়েন্ট পেয়েছে। মোট ৪১১ টি খাবারের মধ্যে শীর্ষ খাবারগুলি হল: রোটি, নান, চাটনি, বাটার গার্লিক নান , কিমা, তন্দুরি, শাহি পনির, পনির টিক্কা, মালাই কোফতা, বাটার চিকেন , পরোটা, রসগুল্লা, পুরি, মসলা দোসা, কাজু কাটলি, ছোলে ভাটুরে ইত্যাদি।
advertisement
ভারতীয় পানীয়গুলির মধ্যে রয়েছে: চাই মসলা, লস্যি, আমের লস্যি, জিন এবং টনিক, মিষ্টি লস্যি, দক্ষিণ ভারতীয় কফি, আসাম চা, গজার কা দুধ, ঠান্ডাই , হালদি দুধ ইত্যাদি।
র্যাঙ্কিং অনুসারে ভারতের শীর্ষস্থানীয় কালিনারি প্রোডাক্টসের মধ্যে রয়েছে: গরম মসলা, বাসমতি, ঘি, মালাই, কারি পাতা, পনির, কাশ্মীরি মরিচ, ভুত মরিচ, নিম্বু পানি, ইদিয়াপ্পাম, হিমালয় কালো লবণ (কালা নামক), চেটিনাদ মসলা, আমচুর, চাট মসলা, এবং আরো কয়েকটি নাম।
advertisement
শ্রেষ্ঠ স্ন্যাকসের মধ্যে রয়েছে সমোসা, পানিপুরি, পাপদুম, পাকোড়া, পাপড়ি চাট, মেদু ভাদা, আলু টিক্কি, ধোকলা, মুরুক্কু, দাবেলি।
এছাড়াও সেরা রেস্তোরাঁ এবং খাবারের দোকানের মধ্যে রয়েছে শ্রী ঠাকুর ভোজনালয় (মুম্বাই), কারাভাল্লি (বেঙ্গালুরু), বুখারা (নতুন দিল্লি), দম পুখত (নতুন দিল্লি), কোমোরিন (গুরুগ্রাম) এবং আরও ৪৫০ টি জনপ্রিয় রেস্তোঁরা।
টেস্ট অ্যাটলাস অনুসারে শ্রেষ্ঠত্বের তালিকায় মেক্সিকান রন্ধনপ্রণালী ষষ্ঠস্থান গ্রহণ করেছে। এরপর যথানুসারে রয়েছে তুর্কি খাবার, আমেরিকান, ফরাসি, পেরুভিয়ান এবং চাইনিজ। নরওয়েজিয়ান খাবার রয়েছে তালিকার নীচে ৯৫ নম্বরে।
advertisement
আশা করা যায় আসন্ন বছরে ভারতের স্থান আরো উপরে আসবে এবং সারা বিশ্বের দরবারে আমাদের ভারত শ্রেষ্ঠ স্থান অধিকার করবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ভারতীয় রান্না পেল বিশ্বজয়ের মুকুট! বিশ্বের সেরা খাবারের তালিকায় পঞ্চম স্থান! সবাইকে টেক্কা দিল কোন 'দুই' পদ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement