Chapter 2: স্বাধীনতা দিবস উপলক্ষে আকর্ষণীয় অফার দিচ্ছে চ্যাপ্টার ২! চেখে দেখতে পারেন

Last Updated:

১৫ অগাস্ট দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকবে চ্যাপ্টার ২ (Chapter 2)।

#কলকাতা: আগামিকাল ৭৫ তম স্বাধীনতা দিবস । গোটা দেশে পালিত হবে এই দিনটি । আর সেই উপলক্ষে কলকাতার জনপ্রিয় ফুড জয়েন্ট ‘চ্যাপ্টার ২’-তে থাকছে বিশেষ অফার । ছুটির এই দিনটি বাড়িতে পরিবারের সঙ্গে একান্তে কাটাতে চাইলে যে কোনও ফুড ডেলিভারি অ্যাপে বাড়িতে বসেই পেয়ে যাবেন ‘চ্যাপ্টার ২’-এর লোভনীয় পদগুলি । আবার ইচ্ছা হলে করোনা সতর্কবিধি মেনে রেস্তোরাঁতেও চলে আসতে পারেন আকর্ষণীয় নানারকম পদ চেখে দেখতে ।
তার আগে জেনে নেওয়া যাক এই রেস্তোরাঁর ঠিকানা । পি-৩৭৭ কেয়াতলা রোড, হেমন্ত মুখোপাধ্যায় সরণী, কলকাতা-৭০০০২৯ । ১৫ অগাস্ট দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকবে চ্যাপ্টার ২ ।
আগামিকালের স্পেশ্যাল মেন্যুতে পাওয়া যাবে- ট্র্যাডিশনাল টোম্যাটো বাসিল স্যুপ, প্রন অন টোস্ট, স্পেগেটি ইন টোম্যাটো সস, চিকেন অ্যা লা কেভ, আইরিশ ল্যাম্ব স্ট্রু, হার্ব রাইস, ডেভিলড ক্র্যাব, অ্যাপারাগাস অ্যান্ড মাশরুম রিসোত্তো, প্রন ককটেল, প্রন অন টোস্ট, জাম্বো প্রন থার্মিডর অ্যান্ড ক্যারামেল কাস্টার্ড ।
advertisement
advertisement
দু’জনের জন্য আনুমানিক খরচ হতে পারে ১০০০ টাকা (কর অতিরিক্ত) ।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chapter 2: স্বাধীনতা দিবস উপলক্ষে আকর্ষণীয় অফার দিচ্ছে চ্যাপ্টার ২! চেখে দেখতে পারেন
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement