বয়স ১৮-এর চেয়ে কম, দেশের ৫০ শতাংশ কিশোর-কিশোরী লিপ্ত হয় ‘oral sex’-এ

Last Updated:

ভারতে যৌনতা নিয়ে কখনই খোলাখুলি আলোচনা করা হয় না ৷ গোটা বিশ্ব এক্ষেত্রে এগিয়ে গেলেও, ভারতে যৌনতা এখনও একটা ট্যাবু ৷

#নয়াদিল্লি: ভারতে যৌনতা নিয়ে কখনই খোলাখুলি আলোচনা করা হয় না ৷ গোটা বিশ্ব এক্ষেত্রে এগিয়ে গেলেও, ভারতে যৌনতা এখনও একটা ট্যাবু ৷ আর ট্যাবু কারণেই দেশের সদ্য যৌবনে পড়া ছেলে-মেয়েরা অনেক সময়ই ভুল পথে পা বাড়াচ্ছে ৷
সম্প্রতি এক তথ্য সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে, পরিসংখ্যান বলছে দেশের ৫০ শতাংশ ছেলেমেয়ে, যাদের বয়স ১৮-এর কম, তারা নানাধরণের যৌনতায় লিপ্ত হচ্ছে ৷ তবে এই যৌনতায় লিপ্ত হওয়াটা একেবারেই পুরো মাত্রায় সঙ্গম নয় ৷ তথ্য অনুযায়ী, বেশিরভাগ কিশোর-কিশোরী লিপ্ত হচ্ছে ওরাল সেক্সে ! অর্থাৎ স্বমৈথুন, গোপন অঙ্গে স্পর্শ করেই যৌনসুখে লিপ্ত হচ্ছেন তারা ৷ আর এর কারণে বেশিরভাগ সময়ই যৌনতা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ছে কিশোর-কিশোরীদের মধ্যে ৷
advertisement
এমনই কিছু কেস স্টাডি সামনে এসেছে ৷ যেখানে নিজেদের প্রথম যৌনতার অভিজ্ঞতা শেয়ার করেছেন কিশোর-কিশোরীরা ৷ যেমন,
‘আমরা একই স্পোর্টস অ্যাকাডেমিতে একসঙ্গে খেলাধূলো করি ৷ সে আমার থেকে ২ বছরের বড়৷ আমার তাঁকে ভালোই লাগত ৷ দু’জনে অল্প-স্বল্প ম্যাচ নিয়ে কথা হতো ৷ তারপর একদিন ওর সঙ্গে পাহাড়ে ঘুরতে গেলাম ৷ অন্য বন্ধুরাও ছিল ওখানে৷ আমরা সেখানেই প্রথম দু’জনে চুমু খাই ৷ নিজেদের গোপনাঙ্গ স্পর্শ করি !তখন আমার বয়স ছিল ১৫’-- সুধীর, অ্যাথেলটিক, রোহতাক
advertisement
advertisement
এরকমই আরেকটা ঘটনার কথা উল্লেখ করা যায়...
‘আমার বয়স যখন ১২, তখন প্রথমবার আমার ভ্যাজাইনাতে আমি হাত দিয়ে স্পর্শ করে ঘঁষতে থাকি ৷ আমার সেই অভিজ্ঞতা খুবই ভালো লাগত৷ কিছু বছর পর আমার এক দিদি আমাকে বলে এই ধরণের আচরণকে স্বমৈথন বলে ৷ পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হই যখন আমার বয়স ২০ ৷ তবে এখনও আমি স্বমৈথুন করি ৷’ --দীপা (নাম পরিবর্তিত), জামশেদপুর
advertisement
সার্ভেতে দেখা গিয়েছে, যৌনতা নিয়ে যে প্রশ্নগুলিই সবচেয়ে বেশি জটিল হয়ে পড়ে কিশোর-কিশোরীরা ৷ তা হল...
১) কীভাবে আমি বুঝতে পারব, যে আমি যৌনতার জন্য তৈরি?
২) যৌনতায় লিপ্ত হওয়ার সঠিক বয়স?
এছাড়াও সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হয় কিশোর-কিশোরীরা, তা হল ইমোশনাল অ্যাটাচমেন্ট ! সার্ভে বলছে, এ ব্যাপারে এগিয়ে থাকে কিশোররাই ৷ আর এ ব্যাপারে সচেতনতার বেশিরভাগ দায়িত্বটাই পড়ে কোন পরিবারে ও কীভাবে বড় হচ্ছে সেই কিশোর বা কিশোরী ৷
advertisement
সঠিক যৌনশিক্ষাই এই ধরনের ধন্ধ মিটিয়ে দিতে সাহায্য করে ৷ আর এই শিক্ষা যতটা প্রয়োজন উঠতি বয়সি ছেলে-মেয়েদের জন্য, ততটাই প্রয়োজন যুবক-যুবতী ও মধ্যবয়স্ক মানুষদেরও৷ যদি যৌনতা নিয়ে সঠিক জ্ঞান থাকে, তাহলে কোনওভাবেই প্রথম যৌনসুখ ভুলে ভরা হয় না, বরং তা চিরজীবন মনে রাখার মতো এক স্মৃতি হয়ে ওঠে !
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বয়স ১৮-এর চেয়ে কম, দেশের ৫০ শতাংশ কিশোর-কিশোরী লিপ্ত হয় ‘oral sex’-এ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement