Human body: কতটা গরম সহ্য করতে পারে মানুষের শরীর, তাপমাত্রা কত উঠলে হতে পারে মৃত্যু?

Last Updated:

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা যদি ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠে তাহলে সংজ্ঞাহীন হওয়া, মাথা ঘোরানোর মতো সমস্যা দেখা দিতে পারে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্বজুড়েই তাপমাত্রা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে৷ কোনও কোনও দেশে তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তা মানুষের পক্ষে সহ্য করাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে৷ অনেক জায়গাতেই তাপপ্রবাহের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে৷ ভারতের বেশ কয়েকটি জায়গায় এবারের গ্রীষ্মে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে৷ পরিস্থিতি এমনই যে, বাড়ি থেকে বেরোতেও ভয় পাচ্ছে মানুষ৷ এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগছে, যেভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তাতে মানুষের শরীর কতটা গরম সহ্য করতে পারে?
মানুষের শরীর কত তাপমাত্রা সহ্য করতে পারে?
বিজ্ঞানীদের মতে, মানুষের শরীরের তাপমাত্রা থাকে ৯৮.৯ ডিগ্রি ফারেনহাইট৷ যা বাইরের তাপমাত্রার ৩৭ ডিগ্রি সেলসিয়াসের সমান৷ মানুষ গরম রক্তের স্তন্যপায়ী প্রাণী হওয়ায় ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে মানব শরীরে হোমিয়োস্টেসিস নামে একটি বিশেষ প্রক্রিয়া থাকে, যা মানুষকে বেশি তাপমাত্রাতেও সুরক্ষিত রাখে৷
advertisement
advertisement
এমন নয় যে ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় মানুষ জীবিত থাকতে পারবে না, কিন্তু সেরকম পরিস্থিতিতে মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে৷ লন্ডন স্কুল অফ হাইজিন-এর রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে গরমের কারণে মৃত্যু ২৫৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে৷ এই সংক্রান্ত এখনও পর্যন্ত যা গবেষণা হয়েছে, তা থেকে বলা যায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা পৌঁছলে মানুষের পক্ষে তা সহ্য করা অত্যন্ত কঠিন হবে৷
advertisement
মেডিক্যাল জার্নাল ল্যান্সেট-এর রিপোর্ট অনুযায়ী, ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে এবং ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ভারতে গরমের প্রকোপ অত্যন্ত বেশি ছিল৷ ওই সময়কালে গরমে মৃত্যুর হারও এ দেশে ৫৫ শতাংশ বেড়ে গিয়েছিল৷
তাপমাত্রা কত উঠলে মানুষের মৃত্যু হতে পারে?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা যদি ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠে তাহলে সংজ্ঞাহীন হওয়া, মাথা ঘোরানোর মতো সমস্যা দেখা দিতে পারে৷ এ ছাড়াও রক্তচাপ কমে যেতে পারে৷ আর মানুষ যদি একটানা বেশিক্ষণ ৪৮ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে তাহলে শরীরের সমস্ত মাংসপেশী অকেজো হয়ে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Human body: কতটা গরম সহ্য করতে পারে মানুষের শরীর, তাপমাত্রা কত উঠলে হতে পারে মৃত্যু?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement