জড়িয়ে থাকুন, কিন্তু তার আগে...

মুন্নাভাই এমবিবিএস’ মনে আছে তো ? সেই জাদু কি ঝাপ্পি ! এক ঝাপ্পিতেই সমাধান ৷ রাগ গলে জল আর বন্ধুত্বের শুরু ৷ তবে শুধু মুন্নাভাই কেন ? দশমীর পর কোলাকুলি, কিংবা ঈদের পর মুবারক বাত ৷ জড়িয়ে ধরে ভালোবাসার প্রকাশ কিন্তু বেশ পুরনো ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: ‘মুন্নাভাই এমবিবিএস’ মনে আছে তো ? সেই জাদু কি ঝাপ্পি ! এক ঝাপ্পিতেই সমাধান ৷ রাগ গলে জল আর বন্ধুত্বের শুরু ৷ তবে শুধু মুন্নাভাই কেন ? দশমীর পর কোলাকুলি, কিংবা ঈদের পর মুবারক বাত ৷ জড়িয়ে ধরে ভালোবাসার প্রকাশ কিন্তু বেশ পুরনো ৷ তা প্রেমিক-প্রেমিকার মধ্যে হোক বা দুই ভাই, দুই বন্ধু ৷ ভ্যালেন্টাইনস সপ্তাহেও রয়েছে এই ‘হাগ ডে’ ৷ মনের সঙ্গে তাল মিলিয়ে পরস্পরের একটু কাছে আসা এই ‘হাগ ডে’তে ৷ কিন্তু কাছে আসার আগে, কিছু জিনিস আপনাকে করতেই হবে ৷ কী সেই জিনিস ? পড়ে নিন ঝটপট ৷

    ১) ‘হাগ ডে’-তে আপনি আসতে চলেছেন আপনার প্রিয় মানুষটির সবচেয়ে কাছে ৷ তাই ভালো স্মেল করা অত্যন্ত জরুরি ৷ বাছুন সবচেয়ে ভালো পারফিউম ৷ ডিও ব্যবহার করতে ভুলবেন না কিন্তু ৷২) দাড়িওয়ালা প্রেমিকদের বলছি ৷ দাড়িকে ট্রিম করুন ঠিকঠাক ৷ প্রিয় মানুষটিকে জড়ানোর সময় দাড়ির খোঁচা যেন না লাগে সেদিকে নজর রাখুন ৷৩) প্রেমিকারা আপনারও থাকুন তৈরি ৷ ‘হাগ ডে’তে আপনার প্রিয় মানুষের কাছে নিজেকে তুলে ধরুন ঠিকঠাক ৷ কারণ এই দিনটিতে আপনি আসতে চলেছেন প্রিয় মানুষটির খুব কাছে ৷৪) ব্যবহার করুন মাউথফ্রেশ ৷

    ৫) ছেলেরা আজকের দিনটাতে ক্যাজুয়াল না পরে, পরুন ফর্মাল ৷ মেয়েরা পাশ্চত্য পোশাককেই গ্রিন সিগনাল দেখান ৷৬) ‘হাগ ডে’তে জড়ানোর আগে, প্রিয় মানুষের কাছে অনুমতি নিতে ভুলবেন না৷ এতে প্রেমের গভীরতা বাড়বেই ৷

    First published:

    Tags: Hug day, Kolkata, Life Style, Love Affair, Valentines day