Super Viral Video: শাড়ি পরে Hrithik Roshan-এর সুপারহিট গানের সঙ্গে Mega Hit নাচ মহিলার, কাঁপিয়েছে facebook

Last Updated:

Hrithik Roshan-এর সুপারহিট গানের সঙ্গে মন জয় করা নাচ মহিলার

অসামান্য উদ্যোগ, দুরন্ত এনার্জি, এমন প্রায় না দেখা যায়না বললেই চলে ৷ শাড়ি মিডিয়া কাঁপাল এক সুনামিতে (Tsunami) সেই সুনামি আছড়ে পড়ে তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়া (Social Media Viral) তবে এই সুনামিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বরং মানুষের উদ্দম বেড়েছে ৷ মন ভাল হয়ে গিয়েছে, কেননা হৃতিক রোশনের সুপারহিট গানের সঙ্গে সুপার নেচেছেন এক মহিলা ৷
শাড়ি পরে এমন নাচ আগে কখনও দেখা যায়নি ৷ ছবির নাম আপ মুঝে আচ্ছে লাগনে লাগে (Aap Mujhe Achche Lagne Lage) ৷ উদিত নারায়ণের (Udit Narayan) সুপারহিট গানে জোরদার নেচে সবার মন জয় করেছেন ৷ এর আগে কহোনা প্যায়র হ্যায়ের (Kaho Naa Pyar Hai) মত সুপারহিট ছবিতে অভিনয় করেছেন হৃতিক-আমিশা পটেল (Hrithik Roshan and Ameesha Patel) ৷ এই ছবিটি মুক্তি পাওয়ার পরে সবাই আবার আসায় বুক বেঁধেছিলেন যে ফের একটি কহোনা প্যায়ার হ্যায় দেখতে চলেছেন তাঁরা তবে ৷
advertisement
advertisement
কহোনা প্যায়ারের জনপ্রিয়তার কাছে না পৌঁছতে পারলেও ছবির গানগুলি সত্যি সত্যি সুপারহিট হয়েছে সবার ভাললাগে আজও ৷ এক চিলতে জায়গার মধ্যেই জমিয়ে নেচেছেন ৷ মাত্র কয়েকদিনের মধ্যেই ভিডিওটিতে জড়ের গতি দিয়েছে লাইক, শেয়ার ও ভিউয়ের বন্যা বয়ে গিয়েছে ৷ তবে এমন উদ্দম আগে কখনও দেখা যায়নি কোনও ভাবেই, এই উদ্যোগকে ব্যাখ্যা করা সম্ভবপর নয় ৷ শুধুই চোখ মেলে দেখে যেতে হবে ৷ দুর্বার গতিতে ভিডিওটি সুপার ভাইরাল (Super Viral Video) হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিওটি (Viral Video) ৷ এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Super Viral Video: শাড়ি পরে Hrithik Roshan-এর সুপারহিট গানের সঙ্গে Mega Hit নাচ মহিলার, কাঁপিয়েছে facebook
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement