Super Viral Video: শাড়ি পরে Hrithik Roshan-এর সুপারহিট গানের সঙ্গে Mega Hit নাচ মহিলার, কাঁপিয়েছে facebook
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Hrithik Roshan-এর সুপারহিট গানের সঙ্গে মন জয় করা নাচ মহিলার
অসামান্য উদ্যোগ, দুরন্ত এনার্জি, এমন প্রায় না দেখা যায়না বললেই চলে ৷ শাড়ি মিডিয়া কাঁপাল এক সুনামিতে (Tsunami) সেই সুনামি আছড়ে পড়ে তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়া (Social Media Viral) তবে এই সুনামিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বরং মানুষের উদ্দম বেড়েছে ৷ মন ভাল হয়ে গিয়েছে, কেননা হৃতিক রোশনের সুপারহিট গানের সঙ্গে সুপার নেচেছেন এক মহিলা ৷
শাড়ি পরে এমন নাচ আগে কখনও দেখা যায়নি ৷ ছবির নাম আপ মুঝে আচ্ছে লাগনে লাগে (Aap Mujhe Achche Lagne Lage) ৷ উদিত নারায়ণের (Udit Narayan) সুপারহিট গানে জোরদার নেচে সবার মন জয় করেছেন ৷ এর আগে কহোনা প্যায়র হ্যায়ের (Kaho Naa Pyar Hai) মত সুপারহিট ছবিতে অভিনয় করেছেন হৃতিক-আমিশা পটেল (Hrithik Roshan and Ameesha Patel) ৷ এই ছবিটি মুক্তি পাওয়ার পরে সবাই আবার আসায় বুক বেঁধেছিলেন যে ফের একটি কহোনা প্যায়ার হ্যায় দেখতে চলেছেন তাঁরা তবে ৷
advertisement
advertisement
কহোনা প্যায়ারের জনপ্রিয়তার কাছে না পৌঁছতে পারলেও ছবির গানগুলি সত্যি সত্যি সুপারহিট হয়েছে সবার ভাললাগে আজও ৷ এক চিলতে জায়গার মধ্যেই জমিয়ে নেচেছেন ৷ মাত্র কয়েকদিনের মধ্যেই ভিডিওটিতে জড়ের গতি দিয়েছে লাইক, শেয়ার ও ভিউয়ের বন্যা বয়ে গিয়েছে ৷ তবে এমন উদ্দম আগে কখনও দেখা যায়নি কোনও ভাবেই, এই উদ্যোগকে ব্যাখ্যা করা সম্ভবপর নয় ৷ শুধুই চোখ মেলে দেখে যেতে হবে ৷ দুর্বার গতিতে ভিডিওটি সুপার ভাইরাল (Super Viral Video) হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিওটি (Viral Video) ৷ এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2021 11:01 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Super Viral Video: শাড়ি পরে Hrithik Roshan-এর সুপারহিট গানের সঙ্গে Mega Hit নাচ মহিলার, কাঁপিয়েছে facebook