আপনার সিলিন্ডারে কতটা গ্যাস আছে বুঝবেন কীভাবে? এই ছোট্ট উপায়ে হবে সব মুশকিল আসান

Last Updated:

How you can find out how much gas is left in your gas cylinder know easy process: এই বুঝি গ্যাস ফুরিয়ে গেল! মাসের শেষে মধ্যবিত্তের বাড়িতে এই চিন্তা কম-বেশি সকলকেই গ্রাস করে। কিন্তু সিলিন্ডারের ভিতর কতটা গ্যাস রয়েছে তা সঠিকভাবে বোঝা যায় নি কিছুতেই।

News18
News18
এই বুঝি গ্যাস ফুরিয়ে গেল! মাসের শেষে মধ্যবিত্তের বাড়িতে এই চিন্তা কম-বেশি সকলকেই গ্রাস করে। কিন্তু সিলিন্ডারের ভিতর কতটা গ্যাস রয়েছে তা সঠিকভাবে বোঝা যায় নি কিছুতেই। সিলিন্ডারে গ্যাসের পরিমাণ বুঝতে আমরা নানারকম পন্থা অবলম্বন করে থাকি। সাধারণত, সিলিন্ডার ঝাঁকিয়ে বা হাতে তুলে ধরে ওজন বোঝার চেষ্টা করি তাতে কতটা গ্যাস রয়েছে।
তবে এই পদ্ধতিতে কোনও দিনই সঠিক কেন আনুমানিকভাবেও বোঝা যায় না আর কতটা গ্যাস রয়েছে সিলিন্ডারের ভিতর। তবে একটি সহজ ও ছোট্ট উপায় রয়েছে যেটা মেনে চললেই বোঝা যাবে আপনার সিলিন্ডারের ভিতর কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে। প্রথমে একটা ভিজে কাপড় নিন। সেটা দিয়ে সিলিন্ডারটিকে খুব ভাল করে মুছ নিতে হবে। এতটাই ভাল করে মুছতে হবে যাতে সিলিন্ডারের গায়ে যেন কোনও ধুলোর আস্তরণ না থাকে।
advertisement
ভিজে কাপড় দিয়ে সিলিন্ডার মোছা হয়ে গেলে সেটিকে শুঁকোতে দিতে হবে। ২-৩ মিনিট পর দেখা যাবে সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়ে গিয়েছে, বাকি অংশ ভিজে তখনও ভিজে রয়েছে। তখনই বুঝে নিতে হবে সিলিন্ডারের যে অংশটা শুকোতে বেশি সময় নিচ্ছে, সেই অংশে তখনও গ্যাস রয়েছে। আর যে অংশটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে, সেটিতে গ্যাস নেই।
advertisement
advertisement
কারণ, যেখানে তরল থাকে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কিছুটা কম হয়। ফলে সিলিন্ডারের যে অংশে গ্যাস রয়েছে, সেই অংশটি তাপমাত্রার তারতম্যের জন্য শুকোতে বেশি সময় লাগছে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আপনার সিলিন্ডারে কতটা গ্যাস আছে বুঝবেন কীভাবে? এই ছোট্ট উপায়ে হবে সব মুশকিল আসান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement