শীতের সকালে ঘুম থেকে উঠতে সমস্যা! এই স্মার্ট কৌশলগুলি মেনে চললে অনায়াসে জাগবেন! সহজেই কাজে নেমে পড়া যাবে
- Published by:Tias Banerjee
Last Updated:
শীতের সকালে সহজে ওঠার জন্য সঠিক ঘুমের রুটিন, অ্যালার্ম বিছানা থেকে দূরে রাখা, গরম জল পান এবং রাতেই প্রস্তুতি সেরে রাখার মতো স্মার্ট কৌশলগুলি কার্যকর.
শীতের সকালে ঘুম থেকে ওঠা কঠিন মনে হয়, কিন্তু সামান্য পরিকল্পনা আর কয়েকটি স্মার্ট কৌশল মেনে চললে বিষয়টি অনেক সহজ হয়ে যায়। সঠিক ঘুমের রুটিন বজায় রাখা অত্যন্ত জরুরি। সকালে উঠে হালকা স্ট্রেচিং এবং গরম জল খেলে দিনের শুরু ভাল হয়। চলুন জেনে নেওয়া যাক কিছু কার্যকরী টিপস।
শীত পড়তেই সকালে ঘুম ভাঙানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাইরে ঠান্ডা হাওয়া, কম্বলের উষ্ণতা, লম্বা রাত—সব মিলিয়ে অ্যালার্ম বাজলেও আবার ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে। কিন্তু কাজ, স্কুল, জিম বা ঘরের দায়িত্ব সময়মতো শেষ করতে হলে সকালে ওঠা অপরিহার্য। সুখবর হল, কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললে ঠান্ডাতেও ঝামেলাহীনভাবে সকাল শুরু করা যায়। এতে শুধু দিনটি ফলপ্রসূ হয় না, স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব পড়ে।
advertisement
advertisement

advertisement
শীতের সকালে ঘুম ভাঙতে সমস্যা? এই স্মার্ট কৌশলগুলি মেনে চললে সহজেই কাজে নেমে পড়া যাবে (Representative Image:AI)
শীতে শরীরের বিশ্রামের প্রয়োজন বাড়ে, তাই ঘুমানোর সময় ঠিক রাখা প্রথম শর্ত। প্রতিদিন একই সময়ে শুতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল ফোন থেকে দূরে থাকুন। ঘরের আলো ম্লান রাখুন। শোবার আগে গরম দুধ বা ক্যামোমাইল চা দ্রুত ও গভীর ঘুম আনতে সাহায্য করে।
advertisement
একটু ভাল ঘুমই সকালে সহজে জেগে ওঠার মূল চাবিকাঠি।
অ্যালার্মটি বিছানা থেকে দূরে রাখুন।
মোবাইল ফোনেই যদি অ্যালার্ম থাকে এবং তা বালিশের পাশে রাখা থাকে, তাহলে ‘স্নুজ’ টিপে আবার ঘুমানোর প্রবণতা বেড়ে যায়। অ্যালার্মটি বিছানা থেকে দূরে রাখলে বাজা মাত্রই তা বন্ধ করতে উঠতেই হবে, আর এতে শরীর দ্রুত সক্রিয় হয়ে ওঠে।
advertisement

শীতের সকালে ঘুম ভাঙতে সমস্যা? এই স্মার্ট কৌশলগুলি মেনে চললে সহজেই কাজে নেমে পড়া যাবে (Representative Image:AI)
সকালে ঘুম থেকে উঠেই জল খান।
শীতকালে জলখাওয়া কমে যায়, ফলে শরীরে ক্লান্তি বাড়ে এবং ঘুমঘুম ভাব থাকে। সকালে উঠেই এক গ্লাস কুসুম গরম জল খেলে শরীর চাঙ্গা হয়, মেটাবলিজম সক্রিয় হয় এবং মস্তিষ্ক দ্রুত সতেজ হয়ে ওঠে। ইচ্ছে হলে জলে লেবু বা সামান্য মধুও মেশানো যেতে পারে।
advertisement
রাতেই সকালবেলার প্রস্তুতি সেরে রাখুন।
সকালে ওঠার সবচেয়ে বড় বাধা হল অনেক কাজ বাকি থাকার চাপ। তাই আগের রাতেই কিছু প্রস্তুতি সেরে রাখুন। জামাকাপড় গুছিয়ে রাখুন। জুতো পরিষ্কার করুন। দুপুর বা সকালের খাবারের কিছু প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলুন। ব্যাগ গুছিয়ে রাখুন। সকালে কাজ যত কম থাকবে, ঘুম থেকে ওঠা তত সহজ হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other
First Published :
November 18, 2025 11:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শীতের সকালে ঘুম থেকে উঠতে সমস্যা! এই স্মার্ট কৌশলগুলি মেনে চললে অনায়াসে জাগবেন! সহজেই কাজে নেমে পড়া যাবে

