Pet Care: শীত পড়তেই পোষ্য কুকুরদের চাই স্পেশ্যাল কেয়ার, কী কী বাড়তি সতর্কতা নেবেন, জানাচ্ছেন বিশেষজ্ঞ

Last Updated:

Pet Care: ছোট লোমের কুকুরদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। শরীরে পর্যাপ্ত লোম না থাকায় ঠান্ডা দ্রুত প্রভাব ফেলে, যার ফলে কাঁপুনি, সর্দি-কাশি, অলসতা কিংবা জয়েন্টের ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।

+
পোষ্য

পোষ্য কুকুর

উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: শীত পড়তেই বাড়ির পোষ্য কুকুরদের ক্ষেত্রে বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। তবে কুকুরের লোমের ধরন অনুযায়ী শীতের প্রভাবও আলাদা হয়। অভিজ্ঞ কুকুরপ্রেমী ও বহু প্রজাতির কুকুর পালনের সঙ্গে যুক্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শিবশঙ্কর চট্টোপাধ্যায়। তাঁরা দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও পরামর্শ তুলে ধরেছেন।
দীর্ঘদিনের অভিজ্ঞ সম্পন্ন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, শীতে একজন শিশু বা বৃদ্ধকে যেমন ভাবে যত্ন নেওয়া প্রয়োজন ঠিক তেমনি পোষ্যকে একইভাবে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ঠান্ডা এড়িয়ে রাখতে হবে। শীতের সময় সর্দি কাশি এড়াতে পোষ্য কুকুরদের মাঝে মাঝে তুলসী পাতার রস খাওয়ানো যেতে পারে। একইভাবে শিবশঙ্কর চট্টোপাধ্যায় জানান, লম্বা লোমের কুকুরদের শরীরে প্রাকৃতিকভাবেই উষ্ণতার একটি আবরণ থাকে। ফলে সাধারণ শীতকালে তাদের তেমন সমস্যা দেখা যায় না। কিন্তু ছোট লোমের কুকুরদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন।
advertisement
আরও পড়ুন-২০২৬-এ ভয়ঙ্কর ‘তুলকালাম’…! এই ৩ রাশিতে লোহার পায়ে হাঁটবেন শনিদেব, সোনায় মুড়বে কাদের কপাল? জানুন আপনার ভাগ্যে কী?
শরীরে পর্যাপ্ত লোম না থাকায় ঠান্ডা দ্রুত প্রভাব ফেলে, যার ফলে কাঁপুনি, সর্দি-কাশি, অলসতা কিংবা জয়েন্টের ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।  তাঁরা জানান, শীতের সময় ছোট লোমের কুকুরদের বাইরে বের করার সময় গরম জামা বা সোয়েটার পরানো অত্যন্ত জরুরি। বিশেষ করে ভোর ও গভীর রাতে ঠান্ডা বেশি থাকায় সেই সময় বাইরে না বের করাই ভাল। অন্যদিকে লম্বা লোমের কুকুরদের ক্ষেত্রেও ভেজা অবস্থায় ঠান্ডায় রাখা হলে সমস্যা হতে পারে বলে সতর্ক করেন। খাবারের বিষয়েও আলাদা নজর দেওয়ার পরামর্শ দেন। শীতে কুকুরের শরীরের শক্তির চাহিদা কিছুটা বেড়ে যায়। তাই পুষ্টিকর ও সহজপাচ্য খাবার দেওয়া দরকার।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে শুক্রের…! আগামী ২৪ দিন কাঁপবে দুনিয়া, ৫ রাশির পোয়া বারো, লাগবে ‘লটারি’, বিপুল টাকার বৃষ্টি
ছোট লোমের কুকুরদের ক্ষেত্রে হালকা উষ্ণ খাবার বেশি উপকারী বলে জানান। পাশাপাশি পরিষ্কার ও স্বাভাবিক তাপমাত্রার জল সব সময় দেওয়ার কথাও বলেন। কুকুরের থাকার জায়গা যেন পরিষ্কার, শুকনো ও ঠান্ডা বাতাসমুক্ত থাকে, সেটিও গুরুত্বপূর্ণ। মেঝেতে সরাসরি না শুইয়ে নরম বিছানা বা কম্বল ব্যবহার করলে শীতজনিত সমস্যা অনেকটাই কমে যায়। বিশেষজ্ঞদের কথায়, ‘সব কুকুরের শীত সহ্য করার ক্ষমতা এক নয়। লোমের ধরন বুঝে যত্ন নিলেই শীতকালে পোষ্য কুকুরকে সুস্থ রাখা সম্ভব।’
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pet Care: শীত পড়তেই পোষ্য কুকুরদের চাই স্পেশ্যাল কেয়ার, কী কী বাড়তি সতর্কতা নেবেন, জানাচ্ছেন বিশেষজ্ঞ
Next Article
advertisement
Mamata Banerjee on SIR: A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন সৌগতকে
A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন স
  • নেতাজি ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়৷

  • নামের বানান জট নিয়ে সরব তৃণমূলনেত্রী৷

  • কীভাবে ভোটারদের বাদ যাওয়া নাম ফেরানোর চেষ্টা, বিএলএ-দের দিলেন পরামর্শ৷

VIEW MORE
advertisement
advertisement