ব্রণর দাগ-ছোপে নাজেহাল? উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে ব্যবহার করুন এই উপাদান
- Published by:Anulekha Kar
Last Updated:
How To Remove dark Spots From Face Naturally alk। বাড়ির কিছু ঘরোয়া উপাদান দাগ-ছোপে ম্যাজিকের মত কাজ করতে পারে।
বয়স যত বাড়ে ততই ত্বকে দাগ-ছোপের আশঙ্কা বাড়তে থাকে। এক্ষেত্রে কিছু সহজ নিয়ম মানলে দাগ-ছোপ দূর করা যেতে পারে। বাড়ির কিছু ঘরোয়া উপাদান দাগ-ছোপে ম্যাজিকের মত কাজ করতে পারে।
টমেটো ত্বক থেকে মেলানিন উৎপাদন কমাতে সহায়ক- এ কারণে পিগমেন্টেশন দূর করতে টমেটো ব্যবহার করা যেতে পারে। টমেটোর রস নিন এবং মুখে ১০ থেকে ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে পারেন। ত্বকের ট্যানিং দূর করতেও টমেটো লাগানো যেতে পারে।
advertisement
advertisement
সূর্যের আলোর কারণে পিগমেন্টেশন হোক বা কালো দাগ এবং ট্যানড ত্বক, হলুদের ব্যবহার উপকারী। হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য যা মেলানিনের উৎপাদন নিয়ন্ত্রণে সহায়ক। এ কারণে হলুদের ফেসপ্যাক তৈরি করে লাগাতে পারেন। বেসনের মধ্যে আধা চা চামচ হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করে ১৫ মিনিট রেখে দিন।
আলু- একটি আলু নিতে হবে এবং এটি ছেঁকে নিতে হবে। তুলোর সাহায্যে মুখে আলুর রস লাগানো যেতে পারে। এই রস ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে পারেন। এ ছাড়া লেবুর রস ও আলুর রস মিশিয়েও মুখে লাগাতে পারেন। পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করতে পারে।
advertisement
অ্যালোভেরা জেল- ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করা যেতে পারে। একটি বাটি নিয়ে তাতে ১ চামচ অ্যালোভেরা জেল নেওয়া যেতে পারে। এর মধ্যে একটি ভিটামিন ই ট্যাবলেট মিশিয়ে তা মিশিয়ে মুখে লাগা। নিয়মিত ব্যবহারে, freckles হালকা হতে শুরু করবে।
advertisement
জাফরান- দাগ এবং ট্যানিং দূর করতে মুখে জাফরান লাগাতে পারে। এর জন্য একটি পাত্রে এক চামচ দুধ এবং ২ থেকে ৩টি জাফরান নিতে পারেন। দুধে জাফরানের রঙ দেখা দিতে শুরু করে, তখন এটি মুখে লাগাতে পারেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2023 11:19 AM IST