Calorie: ওজন কমাতে ক্যালোরির ঘাটতি তৈরি করবেন কীভাবে? অন্যরা রোগা হতে করছেন, আপনি পিছিয়ে নেই তো?

Last Updated:

ওজন কমাতে চাইলে পুষ্টি সমৃদ্ধ কিন্তু ক্যালোরি কম খাবারই পাতে রাখতে হবে।

#কলকাতা: দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য শরীরকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি পোড়াতে হয়। এখন কোনও ব্যক্তি যদি দিনে যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করেন, তার চেয়ে কম ক্যালরি পোড়ান তখন ক্যালোরির ঘাটতি হয়। অর্থাৎ যদি কেউ ওয়ার্কআউটের মাধ্যমে দিনে ২০০০ ক্যালোরি পোড়ান কিন্তু শুধু খাদ্যের মাধ্যমে ১৫০০ খরচ করেন তাহলে তাঁর শরীরে ৫০০ ক্যালোরির ঘাটতি হবে।
ওজন কমাতে চাইলে এই ক্যালোরির ঘাটতি অপরিহার্য। এ জন্য যে ধরনের ডায়েট মেনে চলা হোক না কেন, সবই ক্যালোরি ঘাটতির কথা মাথায় রেখেই তৈরি। এখন ক্যালোরি গণনা বা পরিমাপ করা যদি খুব জটিল বা সময়সাপেক্ষ হয়, তাহলে এখানে কিছু টিপস রইল।
advertisement
advertisement
ডায়েট: ক্যালোরির ঘাটতির জন্য প্রথমেই ডায়েট পালটাতে হবে। ওজন কমাতে চাইলে পুষ্টি সমৃদ্ধ কিন্তু ক্যালোরি কম খাবারই পাতে রাখতে হবে। এর মধ্যে রয়েছে রঙিন শাকসবজি, গোটা শস্য এবং তাজা ফল। এছাড়াও প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন চর্বিহীন মাংস, মুরগি, ডিম, লেবু, বাদাম, সয়া পণ্য এবং সামুদ্রিক খাবার খাওয়া উচিত। দুধ এবং অন্যান্য কম চর্বি বা চর্বি-মুক্ত দুগ্ধজাত পণ্য যেমন দইও স্বাস্থ্যকর খাদ্যের একটি অংশ। তেলের জন্য, দেশি ঘি, জলপাই তেল বা ক্যানোলা তেল বেছে নেওয়া যায়। সব ধরনের প্যাকেটজাত খাবার যেমন চিনিযুক্ত পানীয় এবং ট্রান্স ফ্যাট বেশি জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলতে হবে।
advertisement
ব্যায়াম: ওজন কমানোর জন্য শুধু ডায়েটে কিছু হবে না। সঙ্গে ব্যায়ামও করতে হবে। অভ্যাস না থাকলে হাঁটা, লিফটের পরিবর্তে সিঁড়ি বেয়ে যাওয়া, ব্যাডমিন্টনের মতো বিনোদনমূলক খেলা বা আশেপাশে বা পার্কে সাইকেল চালানো দিয়ে শুরু করা যায়। শারীরিক ক্রিয়াকলাপ যত বেশি হবে তত বেশি ক্যালোরি পুড়বে। সঙ্গে এটাই ক্যালোরি ঘাটতি তৈরি করা সহজ করে তুলবে।
advertisement
উচ্চ ক্যালোরি ঘাটতি জন্য ক্র্যাশ ডায়েটিং: ক্যালোরি ঘাটতি কীভাবে হচ্ছে একবার বুঝতে পারলেই আরও বেশি ক্যালোরি ঘাটতি তৈরির দিকে মন যাবে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে না খেয়ে ওজন কমানোটা কোনও কাজের কথা নয়। এতে শরীরের বিপাকের হার ধীর হবে। ওজন কমানোর প্রক্রিয়াও আরও জটিল হয়ে উঠবে। সুতরাং তাড়াহুড়ো না করে প্রতি সপ্তাহে ০.৫ থেকে ১ কেজি ওজন কমানোর দিকে মনোযোগ দিতে হবে।
advertisement
পরিমাণ কমানো: ক্যালোরি ঘাটতি তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর উপায়গুলির মধ্যে একটি হল পরিমাণ কমানো। যদি কেউ রাতে ২টো রুটি খান তাহলে এখন থেকে একটা বা দেড়টা রুটি খেতে হবে। তবে এ জন্য পেটে খিদে রাখলে চলবে না। খাবারের পরিমাণ কত হওয়া উচিত তা নির্ধারণ করতে ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Calorie: ওজন কমাতে ক্যালোরির ঘাটতি তৈরি করবেন কীভাবে? অন্যরা রোগা হতে করছেন, আপনি পিছিয়ে নেই তো?
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement