Life Hacks: কম আলোতেও কোনও চাপ নেই! এক সেকেন্ডের মধ্যে সূচে সুতো পরাতে পারবেন! ৭ উপায় কাজ সহজ করে দেবে
- Published by:Sanchari Kar
- local18
Last Updated:
Life Hacks: সহজ ঘরোয়া উপায় অবলম্বন করে যে কেউ নিমেষেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বিস্তারিত জেনে নিন।
প্রবাদেই বলে সূচ-সুতোর সম্পর্ক! মানেটা জলের মতো সোজা, সুতো যেমন সূচে লেগে থাকে, সম্পর্কও তেমনই অবিচ্ছেদ্য! কথাটা শুনতে খুব সুন্দর। কিন্তু সুতো যে আপনা থেকে সূচে লেগে থাকে, এমনটা কিন্তু নয়। ভুক্তভোগী মাত্রেই জানেন সূচে সুতো পরানো কী সাঙ্ঘাতিক কঠিন এক কাজ! বিশেষ করে কারও যদি হাই পাওয়ার থাকে, তাহলে তো আর কথাই নেই, একেবারে নাজেহাল হয়ে যেতে হবে!
আক্ষরিক অর্থেই সূচে সুতো পরানো যে কারও জন্যও একটি কঠিন কাজ। যদি শার্টের বোতাম ছিঁড়ে যায় বা হঠাৎ কিছু সেলাই করার প্রয়োজন হয়, কিন্তু, সূচে ঢোকানোর সময় বার বার সুতো বেরিয়ে আসে, তাহলে এই কাজটি আরও বেশি ঝামেলার মনে হয়। তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিছু সহজ ঘরোয়া উপায় অবলম্বন করে যে কেউ নিমেষেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এখানে আমরা এমনই ৭ কার্যকরী পদ্ধতির কথা বলছি, যার সাহায্য নেওয়া যেতে পারে।
advertisement
কেউ যদি সূচে সুতো পরাতে অসুবিধার সম্মুখীন হন, তবে সূচ হাতের তালুতে হালকাভাবে ঘষতে হবে। এটি সূচের ছিদ্র স্থিতিশীল রাখবে এবং সুতো সহজেই ভিতরে চলে যাবে।
advertisement
টুথব্রাশের ব্রিস্টলের মধ্যে সুতো রেখে টিপতে হবে এবং এটি সূচের গর্তে রাখতে হবে। এভাবে সুতো খুব বেশি পরিশ্রম ছাড়াই সূচের ছিদ্রে গলে যাবে।
সুতোর উপরে অ্যালুমিনিয়াম ফয়েলওয়ালা ওষুধের স্ট্রিপ রাখতে হবে এবং এটিকে সূচের ছিদ্রের মুখে রেখে সরিয়ে ফেলতে হবে। এটি দুর্বল আলোতেও সূচে সুতো পরাতে কাজে আসে।
advertisement
যদি সুতোর মুখ বার বার ছেড়ে যায়, তবে এটিকে সামান্য ভিজিয়ে নিতে হবে এবং আঙুল দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এর কারণে এটি পাতলা হয়ে যাবে এবং সহজেই সূচে প্রবেশ করবে।
সুতোর শেষে হালকা করে নেলপলিশের দাগ লাগাতে হবে এবং শুকোতে দিতে হবে। এটি সুতো শক্ত করে সূচে গলানো সহজতর করে তুলবে।
advertisement
যদি সুতো বার বার আটকে যায় তবে ডবল থ্রেডের পরিবর্তে সিঙ্গল থ্রেড ব্যবহার করতে হবে। এটি সেলাইয়ের কাজ সহজ করবে এবং বোতাম লাগানোর সময়ও বাঁচাবে।
যদি হঠাৎ শার্টের বোতাম ছিঁড়ে যায় এবং সময় হাতে কম থাকে, তবে নিজেদের দাঁত দিয়ে সুতোটি শক্ত করে ধরে রাখতে হবে এবং আঙুল দিয়ে এটি সোজা করতে হবে। তার পর আর সূচে গলাতে কোনও সমস্যাই হবে না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2025 4:40 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Life Hacks: কম আলোতেও কোনও চাপ নেই! এক সেকেন্ডের মধ্যে সূচে সুতো পরাতে পারবেন! ৭ উপায় কাজ সহজ করে দেবে