Pithe Recipe: আসকে বা খোলা পিঠে হবে তুলতুলে নরম! শুধু ব্যাটারে মেশান এই জিনিস, রইল রেসিপি

Last Updated:

Pithe Recipe: কোনও দিন কি খেয়ে দেখেছেন ইনো দিয়ে খোলার পিঠে? কীভাবে তৈরি হয় এটি? রইল রেসিপি।

+
নরম

নরম তুলতুলে খোলার পিঠা

বাঙালির ঘরে ঘরে পৌষ পার্বনে বিভিন্ন ধরনের পিঠে পুলি সম্ভার আয়োজন হয়। তবে পিঠেপুলি অনেক ধরনের খেয়েছেন। কোনও দিন কি খেয়ে দেখেছেন ইনো দিয়ে খোলার পিঠে? কীভাবে তৈরি হয় এটি? রইল রেসিপি। এই পিঠে সাধারণত গ্রাম-বাংলায় অনেকেই খোলার পিঠে, আবার কেউ কেউ আসকে পিঠে বলে জানেন। এই পিঠে সাধারণত তৈরি করতে গেলে আগে বাজার থেকে কিনতে হবে আলো চাল বা সাদা চাল। সেই চালকে আগের দিন ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই চালকে সিলে বা মিক্সিতে ভালো করে মিহি করে গুঁড়ো করতে হবে। তারপর সেই চাল ওজন মতো হালকা উষ্ণ গরম জল দিয়ে সেটাকে একটু পাতলা করে মাখিয়ে নিতে হবে।
তবে এই পিঠের একটা বিশেষত্ব হল এটি খুব নরম। এবং পিঠের উপরের দিকটা জালি ভাব হবে। তবেই হবে স্বাদ। আর এই জালি ভাব এবং নরম তুলতুলে করতেই  ব্যবহার করতে পারেন ইনো। চালের গুঁড়ো মাখানোর সময় চালের হিসাব অনুযায়ী ইনো ব্যবহার করুন। যদি এক কেজি চাল হয়, তা হলে এক প্যাকেট ছোট ইনো ব্যবহার করতে পারেন। তারপর মাটির তৈরি একটি পিঠে খুলি কিনতে হবে।
advertisement
advertisement
আর সেই পিঠে খুলিকে উনানে বা গ্যাসে বসাতে হবে। তারপর একটু গরম হলে তার মধ্যে ওই চালের গুঁড়ো মাখানো যে কোনও হাতা ব্যবহার করে অল্প অল্প করে খুলির মধ্যে দিতে হবে। তারপর খুলির একটি ঢাকনা থাকবে। সেই ঢাকনাটি দিয়ে বন্ধ করতে হবে। অল্প কয়েক মিনিট রাখার পর ঢাকনাটি খুলে দেখতে হবে সেটি তৈরি হয়েছে কি না। তারপর খুন্তি দিয়ে সেটাকে তুলে পাত্রে রেখে। নলেন গুড় দিয়ে যে কেউকে পরিবেশন করতে পারবেন।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pithe Recipe: আসকে বা খোলা পিঠে হবে তুলতুলে নরম! শুধু ব্যাটারে মেশান এই জিনিস, রইল রেসিপি
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement