White Cake Recipe: পেস্ট্রি তো অনেক খেলেন, এবার বড়দিন স্পেশ্যাল বাড়িতেই বানান 'হোয়াইট কেক'! ১০ মিনিটেই হবে তৈরি, রইল চটজলদি রেসিপি

Last Updated:

White Cake Recipe: মাত্র ১০ মিনিটে কেক তৈরির সহজে রেসিপি, নিজে হাতে অল্প উপকরণে বানিয়ে নিন শিশুদের পছন্দের হোয়াইট কেক।

+
হোয়াইট

হোয়াইট কেক

হাওড়া: শিশুদের পছন্দের ‘হোয়াইট কেক’! শীত মানেই ক্রিসমাস বা বড়দিনের উৎসব। বড়দিন মানে রকমারি কেকের সমাহার। যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক খাওয়ার রীতি বাংলার ঘরে ঘরেও। তাই প্রতি বছর শীতের শুরু হলে বাংলার নলেন গুড়ের সঙ্গে চাহিদা সঙ্গে বিক্রি হয় কেক। বিভিন্ন নামিদামি কেকের পসরা সেজেছে গ্রাম ও শহরের বাজার দোকানে।
এই সময় যেমন নামিদামি কোম্পানির কেকের চাহিদা থাকে। তেমনি স্থানীয় বেকারির তৈরি কেকের চাহিদাও থাকে দারুণ। ২৫ ডিসেম্বরের বহু আগে থেকেই বিভিন্ন ধরনের কেক বাজার দখল করে। তবে নিজে হাতে কোনও জিনিস সৃষ্টির যেমন আলাদা আকর্ষণ, তেমনি রান্নার ক্ষেত্রেও সেই একই তৃপ্তি। কিছু উপকরণ মিশ্রণে সুস্বাদ পদ তৈরি করে প্রিয়জনকে খুশি করার আনন্দটাই আলাদা। আবার বিভিন্ন রকম পদ বিভিন্ন বয়সের পরিবার সদস্যের জন্য স্পেশ্যাল।
advertisement
আরও পড়ুন-অসহ্য নরকযন্ত্রণা! প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ৪ সন্তানের বাবার সঙ্গেই …! বিয়ে না করেই মা হন নায়িকা, সেই মেয়ে এখন বলিউড কাঁপাচ্ছে, চিনতে পারলেন?
advertisement
বর্তমান সময়ে ভ্যারাইটি খাবারে দারুণ আকৃষ্ট করে ছোট বড় সকলের মন। সেই দিক থেকে খাবার তৈরিতে যেমন সুস্বাদু এবং সুদর্শন এর দিক গুরুত্ব দেওয়া হয়। একইভাবে খাবারে নতুনত্ব খোঁজে মানুষ। সেই দিক থেকে এই বড়দিনের উৎসবে পরিবারের খুদে সদস্যদের জন্য নিজে হাতে বানিয়ে নিতে পারেন পছন্দের ‘ হোয়াইট কেক ‘। কেক বলতে, চকলেট, ফ্রুট, মিল্ক-সহ বিভিন্ন ফ্লেভার কেক বেশি মানুষ পরিচিত যেগুলি সাধারণত পাওয়া যায়। অন্যান্য উৎসব অনুষ্ঠানের মধ্যে এই ক্রিসমাস ছোটদের উৎসব। আর এই উৎসবে খুব সহজে কয়েক মিনিট সময় খরচে সুস্বাদু ‘ হোয়াইট কেক ‘ বানিয়ে শিশুদের আনন্দ দিতে পারেন। অল্পতেই হয়ত পরিবারে খুদে সদস্য, সব সব থেকে বেশি আনন্দ পাবে। বহু টাকা খরচ করে বাজার থেকে নিয়ে আসা কেকের থেকেও বেশি খুশি করা যেতে পারে সকলকে।
advertisement
আরও পড়ুন-শুক্র-শনির মহামিলনে তোলপাড় হবে বিশ্ব ব্রহ্মাণ্ড! টাকার খনিতে ৫ রাশি, অঢেল ধন-সম্পত্তি, লাগবে লটারি, শনির কৃপায় খুলবে বন্ধ ভাগ্য
এই হোয়াইট কেক তৈরিতে নামমাত্র উপকরণ, প্রয়োজন কনফ্লাওয়ার, ডিমের কুসুম, দুধ, চিনি, কাজু কিসমিস, আমন্ড ও চেরি। প্রথমে ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুম আলাদা করে নিতে হবে। এরপর কুসুমের (২টি) সঙ্গে দুধ (১ গ্লাস) এবং কনফ্লাওয়ার (ছোট ১ বাটি) পরিমান মতো চিনি কিসমিস ও কাজু ভাল করে মিশ্রণ করে নিন। এরপর মৃদু কিছুক্ষণ নেড়ে নেড়েচেড়ে মিশ্রণ গাঢ় হয়ে এলে। তাতে অল্প বাটার দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হোয়াইট কেক।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
White Cake Recipe: পেস্ট্রি তো অনেক খেলেন, এবার বড়দিন স্পেশ্যাল বাড়িতেই বানান 'হোয়াইট কেক'! ১০ মিনিটেই হবে তৈরি, রইল চটজলদি রেসিপি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement