ভিড়ের মধ্যে হোক আলাদা! স্বাধীনতা দিবসের জন্য ছোটরা তৈরি করুক ত্রিবর্ণ ব্যাজ, কীভাবে শেখাবেন দেখে নিন!

Last Updated:

এই ব্যাজ বা ফুল বানানো একদিকে যেমন ছোটদের স্বাধীনতা দিবসের দিন কিছু করার অনুভুতি এনে দেবে, তেমনই অন্য দিকে হাতের কাজও শেখা হবে।

#কলকাতা: স্বাধীনতা দিবস (Independence Day 2022) ঘিরে সাজো-সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) তো বটেই, ১৫ অগাস্টে বিশেষ পোশাক, মেকআপ নিয়েও প্রস্তুতি তুঙ্গে। পিছিয়ে নেই খুদেরাও। রঙিন কাগজ কেটে ত্রিবর্ণ ব্যাজ বা ফুল বানানো শিখছে তারাও। তাদের জন্য স্বাধীনতা দিবসের আগে ক্লাস রুম সাজানো কিংবা ১৫ অগাস্টের স্পেশাল কারুকাজ এটাই।
রঙিন কাগজ কেটে এই ব্যাজ বা ফুল বানানো একদিকে যেমন ছোটদের স্বাধীনতা দিবসের দিন কিছু করার অনুভুতি এনে দেবে, তেমনই অন্য দিকে হাতের কাজও শেখা হবে। চোখ ও হাতের সমণ্বয় সাধন না হলে এই ধরনের ব্যাজ তৈরি সম্ভব নয়। তাই বাচ্চাদের এই কৌশল শেখাতেই হবে। এটা তৈরি করতে বিশেষ কিছু লাগবে না, দরকার শুধু রঙিন কাগজ।
advertisement
advertisement
ত্রিবর্ণ ব্যাজ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ: রঙিন আর্ট পেপার (গেরুয়া, সাদা, সবুজ এবং নীল), কাঁচি এবং আঠা।
advertisement
ত্রিবর্ণ ব্যাজ তৈরির পদ্ধতি:
প্রথম ধাপ- গেরুয়া, সাদা, সবুজ এবং নীল, এই চার রঙের আর্ট পেপার নিতে হবে। তারপর কত বড় ব্যাজ তৈরি করা হচ্ছে সেই অনুযায়ী সমান দৈর্ঘ্য ও প্রস্থে কেটে নিতে হবে।
দ্বিতীয় ধাপ- এবার কাগজ ভাঁজ করার পালা। গেরুয়া, সাদা এবং সবুজ, কেটে রাখা এই তিন রঙের আর্ট পেপার আড়াআড়ি ভাবে উপর, নিচ করে ছোট ছোট ভাঁজ করতে হবে।
advertisement
তৃতীয় ধাপ- আড়াআড়ি ভাঁজ হয়ে গেলে কাগজগুলোর শেষটা ধরে দু'পাশে ভাঁজ করে দিতে হবে। এটা অনেকটা হাত পাখার মতো দেখতে লাগবে।
চতুর্থ ধাপ- এবার ভাঁজ করা গেরুয়া কাগজের শেষ প্রান্তের সঙ্গে সাদা কাগজ এবং সাদা কাগজের শেষ প্রান্তের সঙ্গে সবুজ কাগজ আঠা দিয়ে সেঁটে দিতে হবে।
পঞ্চম ধাপ- কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এবার গেরুয়া এবং সবুজ কাগজের ভাঁজ টেনে তাদের দুই প্রান্ত আঠা দিয়ে আটকে দিতে হবে। তাহলেই সবকটা কাগজ খুলে গোল তিরঙ্গার মতো দেখাবে।
advertisement
ষষ্ঠ ধাপ- এবার নীল আর্ট পেপার থেকে একটা ছোট বৃত্ত কেটে ব্যাজের মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এটা পরার জন্য ব্যাজের পিছনে একটা সেফটিপিন লাগিয়ে দিলেই ত্রিবর্ণ রঞ্জিত ব্যাজ প্রস্তুত।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ভিড়ের মধ্যে হোক আলাদা! স্বাধীনতা দিবসের জন্য ছোটরা তৈরি করুক ত্রিবর্ণ ব্যাজ, কীভাবে শেখাবেন দেখে নিন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement