Party Look: পার্টির পোশাক বাছার ভাবনা শেষ, দেখে নিন সাধারণ কিন্তু 'স্টাইলিশ' কিছু ভাবনা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Party Look: বেছে নিতে পারেন ইন্দো-ওয়েস্টার্ন লুক। দিনের পার্টি হোক বা রাতের, ইন্দো-ওয়েস্টার্ন লুক কখনওই পুরনো হয় না।
মানুষ এখন পায়জামা এবং টি-শার্টেই স্বচ্ছন্দ বেশি। ব্য়স্ত জীবনের মাঝে বেড়াতে যাওয়ার জন্য বেশি ঝলমলে পোশাক তাদের কাছে ক্লান্তিকর। পার্টিতে যাওয়ার পরিকল্পনাই মানুষ বাতিল করে দেয় শুধুমাত্র প্রস্তুত হওয়ার চিন্তা নিয়ে। তবে এখন আপনাকে আড়ম্বরপূর্ণ (Party Look) দেখানোর জন্য় বেশি সময় ব্যয় করতে হবে না। আপনার কেবল কয়েকটি ফ্যাশন টিপস দরকার!
advertisement
কালো পোশাক কখনই পুরনো হয় না। তাই পার্টি লুকের (Party Look) জন্য় অপরিহার্য ভাবনা হল একটি কালো পোশাক। সঙ্গে একটি মানানসই হাই হিল পরুন। সাদা জুতোও পরতে পারেন। ন্য়ুড লিপস্টিক আর হুপ কানের দুলের সঙ্গে গালে হালকা গোল্ডেন ব্লাশার। ব্য়াস, আপনি তৈরি।
advertisement
advertisement
একটি গাঢ় টপ এবং হালকা স্কার্ট আপনাকে একটি মার্জিত রূপ দেবে। তার সঙ্গে পছন্দমতো গয়না বাছুন। তবে এক্ষেত্রে হিল বেশি গ্রহণযোগ্য়। চুল খোলা রাখুন। কানে আর কিছু না পরলেও চলবে।
ডেনিম জিনসের সঙ্গে ঝলমলে একটি টপ অতি সহজ লুক। কোনও ক্লাব বা পাবে নাইট পার্টির ক্ষেত্রে এটি অভিনব। বলিউডের বেশিরভাগ অভিনেত্রীরই পছন্দের একটি লুক এই পোশাক।
advertisement
বেছে নিতে পারেন ইন্দো-ওয়েস্টার্ন লুক। দিনের পার্টি হোক বা রাতের, ইন্দো-ওয়েস্টার্ন লুক কখনওই পুরনো হয় না। আপনি একটি সিল্কের শার্টের সঙ্গে একটি ইন্ডিয়ান স্কার্ট পরতে পারেন। সঙ্গে অক্সিডাইজড গহনা পরুন। ব্য়াস। আপনার দিক থেকে আর চোখই ফেরানো যাবে না।
advertisement
Location :
First Published :
February 12, 2022 11:15 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Party Look: পার্টির পোশাক বাছার ভাবনা শেষ, দেখে নিন সাধারণ কিন্তু 'স্টাইলিশ' কিছু ভাবনা