Tooth Ache: দাঁতের ব্যথায় বারে বারে ভুগছেন, ১ মিনিটই যথেষ্ট, ঘরেই লুকিয়ে সহজ সমাধান
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Tooth ache: দাঁতের হওয়া সমস্যাকে আমরা দাঁতের পোকা বলি। সর্বান্তকরণে দাঁতের পোকা ব্যাপারটা ঠিক নয়। ওরাল হাইজিন ঠিক মতো না মানা হলে, কিংবা দাঁতের যত্ন না নেওয়া হলে দাঁতের উপরে ক্ষতের সৃষ্টি হয়।
মেদিনীপুর: বর্তমান দিনে বাচ্চা থেকে বড় সকলেই দাঁতের নানা সমস্যায় ভুগতে থাকেন। যার প্রধান কারণ হয়ে দাঁড়ায় নিজেরাই। কখনও পরিষ্কার করে দাঁত না মাজা, আবার কখনও দাঁতের যত্ন না নেওয়ার কারণে দাঁতের সমস্যায় ভুগতে হয় সকলকে। কখনও আবার শরীরের অন্যান্য অঙ্গের মতো দাঁতকে গুরুত্ব না দেওয়ার কারণে সমস্যায় পড়তে হয়। বিভিন্ন ক্ষেত্রে দাঁতের ব্যথা মারাত্মক আকার ধারণ করে। এই ধরনের সমস্যা থেকে কীভাবে সমাধান মিলবে তা সবিস্তারে তুলে ধরলেন দন্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অতীশ মল্লিক।
চলতি ভাষায় দাঁতের হওয়া সমস্যাকে আমরা দাঁতের পোকা বলি। সর্বান্তকরণে দাঁতের পোকা ব্যাপারটা ঠিক নয়। ওরাল হাইজিন ঠিক মতো না মানা হলে, কিংবা দাঁতের যত্ন না নেওয়া হলে দাঁতের উপরে ক্ষতের সৃষ্টি হয়। যা ধীরে ধীরে মারাত্মক আকার ধারণ করে। শুধু তাই নয় এর ব্যথায় মানুষের নাজেহাল অবস্থা সৃষ্টি হয়। তাই দিনে দু’বার নির্দিষ্ট পদ্ধতিতে দাঁত পরিষ্কারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
advertisement
আরও পড়ুনঃ পুরীর আর দিঘার জগন্নাথ মন্দির কি পুরোই এক? রয়েছে বিরাট এক পার্থক্য! সবার প্রথমে জানুন
এ ছাড়াও দাঁতের যত্ন না নেওয়া হলে, পিত্তথলি বা কিডনিতে স্টোন হওয়ার মতো দাঁতের নিচেও শক্ত পদার্থ জমা হতে থাকে। যা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং দাঁতের যত্ন নেওয়ার কথা বলেন চিকিৎসক।
advertisement
advertisement
গর্ভাবস্থায় দাঁতে ক্যাভিটিস বা পোকা হতে পারে। দাঁতের গোড়ায় রক্তক্ষরণ, কিংবা ব্যথা অনুভূত হয়। সকল গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এমন ঘটনা হলেও বিশেষ কিছু ক্ষেত্রে তা পরিলক্ষিত হয়। স্বাভাবিকভাবে সারাদিনে অন্তত দু’বার দাঁত মাজা এবং দাঁতের যত্ন নেওয়ার কথা বলেন তিনি। পরিস্থিতি অস্বাভাবিক থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন চিকিৎসক।
advertisement
রঞ্জন চন্দ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2024 7:58 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tooth Ache: দাঁতের ব্যথায় বারে বারে ভুগছেন, ১ মিনিটই যথেষ্ট, ঘরেই লুকিয়ে সহজ সমাধান