ব্লাউজের পিছনের নকশাতেই কামাল, দীপাবলির রাতে সেজে উঠুন এভাবে, কেউ চোখ ফেরাতে পারবে না!

Last Updated:

ব্লাউজের পিছনেও নজরকাড়া সব ডিজাইন রয়েছে। পরলে মনে হবে, পিঠে যেন আলপনা এঁকে দিয়েছে কেউ।

#কলকাতা: দীপাবলির রাত মানেই ট্র্যাডিশনাল লুক। শাড়ি কিংবা লেহঙ্গা সঙ্গে ব্লাউজ। ডিজাইনার ব্লাউজই কিন্তু সাজকে একধাক্কায় বাড়িয়ে দেয় অনেকখানি। ডিজাইন বললে আবার অনেকে সামনের নকশাই বোঝেন। ব্লাউজের পিছনেও যে অসাধারণ সব ডিজাইন হয়, সে কথা তাঁদের মাথায় থাকে না।
ব্লাউজের পিছনেও নজরকাড়া সব ডিজাইন রয়েছে। পরলে মনে হবে, পিঠে যেন আলপনা এঁকে দিয়েছে কেউ। পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরিও করে নেওয়া যায়। এখানে সে রকম কিছু ডিজাইনের হদিশ দেওয়া হল।
advertisement
ব্যাক ভি নেক ব্লাউজ ডিজাইন: রিভার্স ভি নেক ডিজাইন ইদানীং ব্যাপক জনপ্রিয়। এই ধরনের ব্লাউজ সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করে। ব্লাউজকে আরও আকর্ষণীয় করতে নিচের অংশে স্ট্রিপের বদলে স্ট্রিং যোগ করা যায়। তবে হ্যাঁ চুল খোলা রাখলে চলবে না। তাহলে ডিজাইন ঢাকা পড়ে যাবে। তাই খোঁপা করাই সবচেয়ে ভাল।
advertisement
ক্রিস ক্রস ব্যাক ব্লাউজ ডিজাইন: এই ব্লাউজে পিঠের স্ট্রিং থেকে ক্রিস ক্রস তৈরি করা হয়। দেখতে খুব সুন্দর লাগে। ডিজাইনার শাড়ির সঙ্গে এই ধরনের ব্লাউজ পরা যায়। তবে লেহঙ্গার সঙ্গে সবচেয়ে ভাল মানাবে। চুল পনিটেল করা থাক। কানে ছোট দুল। দীপাবলির রাতে তো বটেই, যে কোনও পার্টিতেও এই লুক ক্যারি করা যায়।
advertisement
বো ব্যাক ব্লাউজ ডিজাইন: সাধারণ ব্লাউজ পছন্দ হলে নম ডিজাইনগুলো পারফেক্ট। অনেকটা ওল্টানো মুকুটের মতো। এতে পিঠের অনেকটা অংশ উন্মুক্ত থাকবে। ব্লাউজের শেষ ভাগে একটা গিঁট। দর্জিকে দিয়ে সাধারণ ব্লাউজ কাটিয়েও এ ধরনের ডিজাইন তৈরি করে নেওয়া যায়। ব্লাউজের হাতার কাছে ফ্রিল করা, আর পিঠের দিকে ছোট ছোট পুঁতি বসানো। দেখতে খুব সুন্দর লাগে।
advertisement
হাফ ফ্লাওয়ার ব্যাক ব্লাউজ ডিজাইন: ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ তো অনেকেরই খুব পছন্দের। তবে এখানে একটা ট্যুইস্ট আছে। ফ্লোরাল প্রিন্ট নয়, ব্লাউজের পিছন দিকে থাকবে আস্ত একটা ফুল। সেটাকে আরও আকর্ষণীয় দেখাতে ফুলের মাঝখানে একটা স্টোন। দীপাবলির রাতে তো বটেই বিয়ে বাড়ি কিংবা পার্টিতেও এই ডিজাইন ক্যারি করা যায়।
advertisement
মাথায় রাখতে হবে: ব্লাউজের ফিটিং ঠিক থাকতে হবে, না হলে ডিজাইন ফুটে উঠবে না। শাড়ি বা লেহঙ্গার সঙ্গে কনট্রাস্ট করে ব্লাউজ পরা যায়। যেমন হলুদ শাড়ি হলে লাল ব্লাউজ। আর হ্যাঁ, ব্লাউজের ডিজাইন অনুযায়ী কানের দুল বেছে নিতে হবে। সঙ্গে চুলের স্টাইল!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ব্লাউজের পিছনের নকশাতেই কামাল, দীপাবলির রাতে সেজে উঠুন এভাবে, কেউ চোখ ফেরাতে পারবে না!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement