Homemade Christmas Cake: বাড়িতেই বানান বড়দিনের কেক! মাইক্রোওয়েভ আভেন ছাড়াই! জানুন রেসিপি

Last Updated:

Homemade Christmas Cake: খুব সহজে তৈরি হবে কেক! তাও মাইক্রোওভেন ছাড়াই! জানুন

+
বাড়িতেই

বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিসমাস কেক

কোচবিহার: আর কদিন বাকি বহু প্রতীক্ষিত বড়দিনের। ছোট থেকে বড় সকলেই এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, কেক, উপহারে ভরে ওঠে এই দিনটা। বন্ধু কিংবা পরিবারের সকলের সঙ্গে হইহই করে পিকনিকও করতে যান বহু মানুষ। বড়দিন আর সেখানে কেক থাকবে না, সেটা আবার হয় নাকি। অনেকেই আবার বাড়িতে কেক তৈরি করতে চান এইদিনে প্রিয়জনদের জন্য। ওভেন নেই? তাতে কী? ওভেন ছাড়াই তৈরি করে ফেলুন সুস্বাদু কেক। রেসিপি এমন কিছু কঠিন নয়। বরং বেশ সহজ। এই ঘরোয়া সুস্বাদু কেক বানানোর রেসিপি জানালেন এক গৃহবধূ।
কেক তৈরির বিশেষ রেসিপি জানালেন সোমা মুখোপাধ্যায় , “বর্তমান সময়ে অনেকেই বাড়িতে কেক বানিয়ে খেয়ে থাকেন। তবে বড়দিনের সময় কেক খেতে সবাই পছন্দই করে থাকে। বড় দিনের সময় কেক একটি বিশেষ জিনিস। কেক ছাড়া যেন বড়দিন পালন করা সম্ভব না। খুব স্বল্প সময় বাড়িতেই বেকারির মতন সুস্বাদু কেক তৈরি করা সম্ভব। মাঝারি একটি কাপে এক কাপ আটা কিংবা ময়দা, এক চামচ ব্রেকিং পাউডার, বেকিং সোডা দিতে হবে ৪ চা চামচ। এছাড়া নিতে হবে ডিম ২ থেকে ৪ টি, অল্প ভ্যানিলা এসেন্স, কিছু ড্রাই ফুড। একটি বড় পাত্রে ময়দা ও বেকিং পাউডার মেশাতে হবে। অন্য একটি পাত্রে বাটার ও চিনি ফেটাতে হবে এবং তাতে ডিম দিয়ে ভালো করে মেশাতে হবে। সবশেষে ওপরে ড্রাইফ্রুট ছড়িয়ে দিয়ে একটি প্যানে ঢেলে নিতে হবে।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “প্রেসার কুকারে তৈরি করার ক্ষেত্রে আগে হালকা গরম করে নিতে হবে। একটি বাটি বসাতে হবে প্রেসার কুকারের মধ্যে। তারপর একটি পাত্রে সম্পূর্ন মিশ্রণটি নিয়ে নিয়ে হবে। সেই পাত্রটি ওই বাটির ওপর বসিয়ে দিয়ে ৩০-৪০ মিনিট ধরে কেকটি বেক করতে হবে। তারপর মাঝে একবার কাঠি ঢুকিয়ে দেখতে হবে। যদি কাঠিটি পরিষ্কার হয়ে বেরিয়ে আসে তবে কেক রেডি। আর নাহলে আরেকটু বেক করতে হবে। এরপর প্রেসার কুকার থেকে বের করে আনার আগে কেকটি খানিকক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। তারপর পাত্র থেকে বের করে পরিবেশন করতে পারবেন বাড়িতে বানানো ঘরোয়া কেক।” এভাবে তৈরি করলে ক্রিসমাসের সময় বাড়িতে বানানো কেক খেয়ে প্রশংসা করবেন সকলে।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Homemade Christmas Cake: বাড়িতেই বানান বড়দিনের কেক! মাইক্রোওয়েভ আভেন ছাড়াই! জানুন রেসিপি
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement