Home remedy : খাবার পরেই আঙুলে, নখে হলুদের ছোপ পড়ে যায়? রইল দাগ দূর করার ৬টি কার্যকরী উপায়

Last Updated:

Home remedy : কব্জি ডুবিয়ে ভাত খেতে পারলে তবেই মিলবে তৃপ্তি। কিন্তু এতে হাতের নখে হলুদ ছোপ পড়ে যায়।

খাবার পরেই আঙুলে, নখে হলুদের ছোপ পড়ে যায়? রইল দাগ দূর করার ৬টি কার্যকরী উপায়
খাবার পরেই আঙুলে, নখে হলুদের ছোপ পড়ে যায়? রইল দাগ দূর করার ৬টি কার্যকরী উপায়
#কলকাতা: ভারতীয়দের রান্না ঘরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামগ্রী হল হলুদ। অধিকাংশ রান্নায় হলুদ গুঁড়ো ব্যবহৃত হয়। বাঙালিরা খাবারের সময়ে হাত ব্যবহার করবে না তা খুব বিরল ঘটনা। কব্জি ডুবিয়ে ভাত খেতে পারলে তবেই মিলবে তৃপ্তি। কিন্তু এতে হাতের নখে হলুদ ছোপ পড়ে যায়। এমনকী হালকা রঙের নেল পলিশ পরলে তার রঙও বদলে যায়।
এক্ষেত্রে কী করণীয়? কী কী (Home remedy) করলে নখ থেকে এই হলুদ ছোপ যাবে জানুন-
১) লেবুর রস এর জন্য কার্যকরী। লেবু কেটে সেটি নখের উপর ঘসতে থাকুন। তার পরে কিছুক্ষণ রেখে শুকোতে দিন। শুকিয়ে গেলে ভালো করে গাত ধুয়ে নিন সাবান দিয়ে। নখের হলদেটে ভাব চলে যাবে।
advertisement
advertisement
২) কাঁচা দুধও (Home remedy)ব্যবহার করতে পারেন। তুলো দুধে ভিজিয়ে তা নখে ঘসতে থাকুন। এর থেকে দাগ অনেকটাই হালকা হয়ে যাবে। নিয়মিত ব্যবহার করলে হলুদ ছোপ পড়বে না।
৩) লেবুর রসের (Home remedy) সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাবের মতো আঙুল ও নখে মাখুন। ত্বকের জন্যও ভালো। নখও সুন্দর থাকবে।
৪) হাতে বা নখ হলুদের ছোপ পড়লে বেকিং সোডা ব্যবহার করুন। একটি বাটিতে এক চামচ বেকিং সোডা দিন। তার সঙ্গে তিন চামচ জল মেশান। পেস্ট তৈরি করে তা হাতে ভালো করে স্ক্রাব করুন। হালকা গরম জল দিয়ে হাত ধুয়ে নিন।
advertisement
৫) অ্যাপল সাইডার ভিনিগারও এর একটি কার্যকরী টোটকা। নখে ভালো করে লাগিয়ে নিন। ফল পাবেন হাতে নাতে।
৬) মধু ও লেবু দিয়েও একটি মিশ্রণ তৈরি করতে পারেন। সেটি হাতের নখে ভালো করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে সেটি জল দিয়ে ধুয়ে ফেলুন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home remedy : খাবার পরেই আঙুলে, নখে হলুদের ছোপ পড়ে যায়? রইল দাগ দূর করার ৬টি কার্যকরী উপায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement