Viral Fever: ভাইরাল জ্বরে কাবু! খাবারের মেনুতে আনুন ছোট্ট বদল, তাতেই কেল্লাফতে
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আর যার জেরে চতুর্দিকে জ্বরের প্রকোপ। জ্বর হলেই আবার ভয় ডেঙ্গু হল নাকি।
দক্ষিণ ২৪ পরগনা: আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আর যার জেরে চতুর্দিকে জ্বরের প্রকোপ। জ্বর হলেই আবার ভয় ডেঙ্গু হল নাকি। এই ক’দিনে অজানা জ্বরে আক্রান্ত বেশ কয়েকজন। আর এই সিজিনে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা আক্রমণ করতে পারে যে কোনও সময়। অথচ আমরা খাওয়া-দাওয়ায় যদি একটু সচেতন হই তাহলে সহজেই প্রতিরোধ করতে পারি এই জ্বর।
শুধু জ্বর নয় যে কোন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয় খাদ্য চয়নের সচেতনতা। রোজকার খাওয়া-দাওয়ার মেনুতে একটু নজর দিয়ে কিছু জিনিস নিয়মিত খেলেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় অনেক গুণ, সহজে কাবু করতে পারে না কোন অসুখ।
আরও পড়ুন: আবার ফিরেছে শীত! কতদিন থাকবে? কী হবে সরস্বতী পুজোতে? বৃষ্টি নিয়ে বড়সড় আপডেট হাওয়া অফিসের
advertisement
advertisement
যেমন ধরা যাক সাইট্রাস ফ্রুটস বা টক যুক্ত ফলে প্রচুর পরিমান ভিটামিন-সি থাকে। এই ধরণের ফল নিয়মিত খেলে যে কোন ব্যাক্টেরিয়া আর ভাইরাসের মোকাবিলা করা যায় সহজে আর যে কোন রকম সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। সব ধরণের লেবু আর আঙুরে প্রচুর পরিমানে ভিটামিন-সি থাকে। ভাতের পাতে পাতিলেবু বা ব্রেকফাস্টে আঙুর শুধু পুষ্টিকরই নয়, রসনার তৃপ্তিও জোগায়।
advertisement
তাই এখন থেকে মেনুতে রোজ যে কোন সাইট্রাস ফ্রুটস যেন অবশ্যই থাকে। এই টক যুক্ত ফল ক্যানসারেরও প্রতিরোধক।কপি একটা লোভনীয় সবজি। ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি দিয়ে নানা উপাদেয় পদ তৈরি হয়। এই কপিতে প্রচুর পরিমানে ভিটামিন-এ, ই ও সি আছে। এগুলো সবকটি সংক্রমণ প্রতিরোধক আর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আর থাকে কোলিন যা শরীরের কোষের সজীবতা বজায় রাখে।
advertisement
সবুজ শাকের গুণ যে অপরিসীম সে আর বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশজ কলমি, নটে, সাঞ্চি, পালংশাকেও প্রচুর পরিমান ভিটামিন-সি থাকে আর থাকে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডও আর একটা ইমিউনিটি বুস্টার। তাই রেগুলার শাক খেতে হবে আর খেতে হবে দই। দইতেও থাকে প্রচুর পরিমান ভিটামিন-ডি। দই রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে।
advertisement
আজকাল ব্যস্ততাময় জীবনের মানুষের খাওয়ার মেনু সংক্ষিপ্ত হয়ে গেছে, আর সময়াভাবে বেড়ে গেছে ফাস্টফুড। কিন্তু অল্প কিছুদিন আগেও বাঙালির লাঞ্চ শুরু হত শাক দিয়ে আর শেষ হত টক বা চাটনি আর দই দিয়ে তা শুধু রসনা তৃপ্তির জন্য নয়, সম্পূর্ণ পুষ্টিকর খাদ্য চয়ন করে শরীর সুস্থ রাখার জন্য।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
advertisement
সুমন সাহা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2024 7:37 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Fever: ভাইরাল জ্বরে কাবু! খাবারের মেনুতে আনুন ছোট্ট বদল, তাতেই কেল্লাফতে