Holi 2024: হোলির আনন্দ হোক বাঁধভাঙা! মিষ্টিমুখেও লেগে থাকুক রঙের ছোঁয়া; বিশেষ আয়োজন শহরে

Last Updated:

আর এই উৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করতে চলেছে 7th Heaven Kolkata! তাদের বেকারি ইউনিটটি আন্তর্জাতিক ট্রেন্ড মাথায় রেখে আধুনিক সময়ের মিষ্টি খাবার তৈরিতে সক্ষম।

কলকাতা: দোরগোড়ায় কড়া নাড়ছে রঙের উৎসব। দেশের প্রতিটি মানুষ রঙের হুল্লোড়ে মেতে ওঠার জন্য সারা বছর ধরে হোলির জন্য রীতিমতো অপেক্ষা করে বসে থাকেন। আর মজার বিষয় হল, সব বয়সের মানুষের কাছে এই উৎসবের মাহাত্ম্যই আলাদা। আবির আর রঙে মাখামাখি হয়ে নাচ-গানে মেতে ওঠার পাশাপাশি জমিয়ে চলতে থাকে খানাপিনা। মিষ্টি, নোনতা খাবার আর রঙবেরঙের শরবত যেন আলো করে থাকে রঙ খেলার আসর! আর এই উৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করতে চলেছে 7th Heaven Kolkata! তাদের বেকারি ইউনিটটি আন্তর্জাতিক ট্রেন্ড মাথায় রেখে আধুনিক সময়ের মিষ্টি খাবার তৈরিতে সক্ষম।
এবার রঙের উৎসব উপলক্ষে শহরের মানুষের সামনে হোলি থিমের স্পেশ্যাল কিছু খাবার তুলে ধরতে তৎপর 7th Heaven Kolkata-এর মালিক ঋষভ সাধুখাঁ এবং তাঁর টিমের সদস্যরা।
advertisement
রঙ আর আনন্দের উৎসবে থাকবে জিভে জল আনা খানাপিনা:
advertisement
শরবত-এ-ঠান্ডাই কাপকেক মিল্কশেক:
হোলি মানেই ঠান্ডাই। আর এটা হল ভারতীয় ঐতিহ্যবাহী মশলায় তৈরি আমন্ড মিল্ক পানীয়। সেই ঠান্ডাইয়ের অতুলনীয় স্বাদের সঙ্গে মিশবে কাপকেকের দুর্দান্ত স্বাদ।
রোজ পিস্তাচিও কাপকেক:
advertisement
সুগন্ধী রোজ-ইনফিউজড কেকের উপর থাকছে ক্রিমি পিস্তাচিও ফ্রস্টিং। আর শুষ্ক গোলাপের পাপড়ি দিয়ে গার্নিশ করা থাকবে।
কালার স্প্ল্যাশ পেস্ট্রি:
হোলির রঙের কথা মাথায় রেখেই বানানো হয়েছে এই পেস্ট্রি। মুখে দিলে একেবারে গলে যাবে। মসৃণ এবং মাখনের মতো এই পেস্ট্রিতে থাকবে উজ্জ্বল রঙের লেয়ারিং।
advertisement
কালার স্প্ল্যাশ কেক:
বিশেষ এই উৎসবে নজর কাড়বে এই কেকের সৌন্দর্য। ‘বুরা না মানো হোলি হ্যায়’ মেজাজের জন্য একেবারে উপযুক্ত এই অনন্য কেক!
advertisement
কেশর ঠান্ডাই ট্রাভেল কেক:
ঐতিহ্যবাহী ভারতীয় ঠান্ডাইয়ের মধ্যে যোগ হবে একটি আধুনিক ট্যুইস্ট। ক্রিমের মতো ঘনত্ব এবং বিশেষ কিছু মশলা যেন একটা আলাদাই মাত্রা এনে দেবে স্বাদকোরকে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2024: হোলির আনন্দ হোক বাঁধভাঙা! মিষ্টিমুখেও লেগে থাকুক রঙের ছোঁয়া; বিশেষ আয়োজন শহরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement